সুপ্রিম ধাক্কা দিল্লি পুলিশকে

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিসান কাউল ও আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ দিল্লি পুলিশের আর্জি খারিজ করে দেয়।

Must read

প্রতিবেদন : ২০২০ সালে দিল্লি হিংসার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় ছাত্র নেতা আসিফ ইকবাল তানহা, দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়ালার জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল দিল্লি পুলিশ। সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করলেও তাঁদের জামিন মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু সেখানেও তাদের বড় ধাক্কা খেতে হল।

আরও পড়ুন-দুর্যোগ মোকাবিলায় সমন্বয়

রাজনৈতিক মহলের মতে, অমিত শাহর পুলিশ যে ছাত্র নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করেছিল, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে তা স্পষ্ট। হাইকোর্ট আগেই এই হিংসার মামলার তদন্তে দিল্লি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে বলে, জঙ্গি কার্যকলাপ এবং ছাত্রছাত্রীদের প্রতিবাদকে এক করে ফেলেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিসান কাউল ও আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ দিল্লি পুলিশের আর্জি খারিজ করে দেয়।

Latest article