নাগরিকদের উপর নজরদারির চেষ্টা?

রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি যাতে তথ্য কাজে লাগাতে পারে তার জন্য তথ্য জোগাড় করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে।

Must read

নয়াদিল্লি : রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি যাতে তথ্য কাজে লাগাতে পারে তার জন্য তথ্য জোগাড় করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। যদিও এই উদ্যোগকে পরোক্ষে নজরদারি বাড়ানো এবং ভারতকে একটি নজরদার রাষ্ট্রে পরিণত করার কৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যক্তি বা সংস্থা সম্পর্কে আরও বেশি করে তথ্য জোগাড় করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাটগ্রিড বা ন্যাশনাল ইনটেলিজেন্স গ্রিড। বিমানবন্দর, প্যান কার্ডের রেকর্ড, ব্যাঙ্ক, পাসপোর্ট, টেলিকম সংস্থার থেকে প্রাপ্ত তথ্য, যানবাহনের নথিভুক্ত করা রেকর্ড এবং সরাসরি গোয়েন্দা মারফত এই তথ্য জোগাড় করা হবে।

আরও পড়ুন-সুপ্রিম ধাক্কা দিল্লি পুলিশকে

কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, ন্যাটগ্রিডের মধ্যে যুক্ত থাকবে ওএসআইএনটি নামে একটি সফটওয়্যার। তার মাধ্যমে কোনও সংস্থার বিস্তারিত বিবরণ এবং অন্যান্য বিবরণ পাওয়া যাবে। লিখিত, অডিও এবং ভিডিও তিনরকমভাবেই রিপোর্ট তৈরি করা সম্ভব হবে। এছাড়াও কোনওরকম সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়টিও জানা যাবে এর মাধ্যমে। আরও নির্দিষ্ট এবং রিয়েল টাইম তথ্য পেতে বিমানসংস্থা, নির্বাচন কমিশন এবং টেলিকম সংস্থাগুলিকেও যুক্ত করা হবে ন্যাটগ্রিডের সঙ্গে। পুরোপুরি এই সংযোগ করা হয়ে গেলে, যে কোনও ব্যক্তি বা সংস্থা সম্পর্কে বিস্তারিত এবং রিয়েল টাইম তথ্য সংগ্রহ করতে পারবে। বিরাট এই তথ্য ভাণ্ডারের সুরক্ষা নিয়ে নানান প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন-দুর্যোগ মোকাবিলায় সমন্বয়

যদিও সরকারের দাবি, শুধুমাত্র সরকার স্বীকৃত কোনও উপভোক্তা বা ব্যক্তি লগইন করে ন্যাটগ্রিড পোর্টালে ঢুকতে পারেন। যদিও তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পোর্টাল তৈরি নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার ট্যুইটারে লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক প্রতি ঘণ্টা এবং মিনিটে আমাদের ওপর নজর রাখছে। আমরা কি অপরাধী? কেন আদানি এবং এনআরআইদের মারফত ভারতের কালো টাকা নিয়ে ভুয়ো চুক্তির ওপর নজরদারি করা হচ্ছে না?

Latest article