চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি স্থানীয়রা

Must read

ব্রিসবেন : অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds) গাড়ি দুর্ঘটনার মিনিট দুয়েকের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন স্থানীয়রা। কিন্তু অনেক চেষ্টা করেও প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেট তারকার প্রাণ বাঁচাতে পারেননি।

শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউনসভিলের কাছে হার্ভে রেঞ্জে দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন সাইমন্ডস (Andrew Symonds)। এই মর্মান্তিক ঘটনার প্রত্যাক্ষদর্শী এক মহিলা জানিয়েছেন, সাইমন্ডসের গাড়ি ছিটকে রাস্তার বাইরে চলে গিয়েছিল। তিনি এবং তাঁর স্বামী দ্রুত সেখানে পৌঁছে যান। গাড়ি থেকে সাইমন্ডস এবং চালককে বের করেও আনেন। কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গিয়েছে।

আরও পড়ুন: আর্থিক সঙ্কট মোকাবিলায় সর্বদলীয় সরকার গড়তে চান বিক্রমসিঙ্ঘে

সোমবার অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে ওই মহিলা জানিয়েছেন, ‘‘আমার স্বামী সাইমন্ডসকে অনেক কষ্টে গাড়ির বাইরে বের করে এনেছিলেন। কিন্তু ওঁর কোনও জ্ঞান ছিল না। গোটা শরীর নিথর হয়ে গিয়েছিল। পালস রেটও পাওয়া যায়নি।’’ ততক্ষণে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দাও দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বলে জানিয়েছেন ওই মহিলা। কুইন্সল্যান্ডের এমারজেন্সি সার্ভিসও দ্রুত সেখানে পৌঁছে সাইমন্ডস ও গাড়ির চালককে হাসপাতালে নিয়ে যায়।
ওই মহিলা আরও জানিয়েছেন, সাইমন্ডসের গাড়িতে দু’টি কুকুরও ছিল। তার মধ্যে একটি তো কিছুতেই প্রভুর (সাইমন্ডস) দেহের সামনে থেকে সরছিল না। কেউ কাছে গেলেই তেড়ে আসছিল। উল্লেখ্য, সাইমন্ডস ও তাঁর গাড়ির চালকের মৃত্যু হলেও, পোষ্য কুকুর দু’টি প্রাণে বেঁচে গিয়েছে। এদিকে, পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সাইমন্ডস ও গাড়ির চালক দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন, তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

Latest article