‘১৩ এপ্রিল ‘ধনধান্য’ স্টেডিয়ামের উদ্বোধন হবে’ নবান্ন থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে হতে চলেছে আরও একটি ইনডোর স্টেডিয়াম।

Must read

রাজ্যে হতে চলেছে আরও একটি ইনডোর স্টেডিয়াম। সোমবার, নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, ১৩ এপ্রিল ‘ধনধান্য’ স্টেডিয়ামের উদ্বোধন হবে। তার পরিকল্পনা ও উদ্যোগে আলিপুরে ‘উত্তীর্ণ’র পাশেই গড়ে উঠছে নতুন ইনডোর স্টেডিয়াম ‘ধনধান্য’।

আরও পড়ুন-নজরে বিহার, ধর্ষণের পর নাবালিকার গোপনাঙ্গে মাটি, বালি ঢোকানো হল

১৯৭৫ সালে সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে টেবিল টেনিস টুর্নামেন্টের জন্য তৈরি হয় নেতাজি ইনডোর স্টেডিয়াম। দীর্ঘ বছর বাদে আর কলকাতার কাছেই তৈরি হয়েছে ধনধান্য স্টেডিয়াম।

আরও পড়ুন-‘ধর্মীয় মিটিংয়ে অস্ত্র কেন?’ রামনবমীর মিছিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী স্বয়ং এই স্টেডিয়ামের নকশা করেছেন। শঙ্খ আকৃতির অভিনব এই ইনডোর স্টেডিয়াম। প্রায় তিন হাজার মানুষের বসার জায়গা রয়েছে। বাংলা আরও একটি ইনডোর স্টেডিয়াম পেল বলে জানালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে।

Latest article