দিঘাগামী বাস উল্টে জখম ৪০ যাত্রী

আহত পর্যটকদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : নদিয়ার ধানতলা থেকে দিঘা বেড়াতে যাবার পথে উল্টে গেল পর্যটকবোঝাই বাস। ঘটনায় বাসের মধ্যে থাকা ৪০ জন জখম হয়েছেন। সোমবার ভোররাতে বাগনানের চন্দ্রপুরে বম্বে রোডে (১৬ নম্বর জাতীয় সড়ক) দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। তখন অনেকেই চলন্ত বাসের ভেতর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। আচমকা বাস উল্টে যাওয়ার বিকট শব্দে আর্তনাদ করে ওঠেন যাত্রীরা। জাতীয় সড়কে টহলরত পুলিশকর্মীরা ছুটে আসেন।

আরও পড়ুন-সরকার নয়, মালিকরা চান ভাড়া-বৃদ্ধি

দ্রুত আহত পর্যটকদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জনৈক আহত বাসযাত্রী বাপ্পা দে জানান— ‘সমস্ত যাত্রীই কমবেশি আহত হয়েছেন। উল্টে যাওয়ার আগে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল।’ বাসের চালক কোনওভাবে ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে বম্বে রোডে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে দেয় পুলিশ। তারপর ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Latest article