সরকার নয়, মালিকরা চান ভাড়া-বৃদ্ধি

সরকার বাস ভাড়া বাড়ানোর ব্যাপারে অনড় হলেও শহর এবং শহরতলির বিভিন্ন বাস রুটে বর্ধিত হারে ভাড়া নেওয়া হচ্ছে বহুদিন।

Must read

প্রতিবেদন : সরকার বাস ভাড়া বাড়ানোর ব্যাপারে অনড় হলেও শহর এবং শহরতলির বিভিন্ন বাস রুটে বর্ধিত হারে ভাড়া নেওয়া হচ্ছে বহুদিন। বেশিরভাগ মানুষ তা মেনেও নিয়েছেন। এবার এই বর্ধিত ভাড়ার হারকে আইনি রূপ দিতে বেসরকারি বাস মালিকেরা রাজ্য সরকারের কাছে দাবি জানালেন।

আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনা, আটকে উন্নয়ন

সোমবার রাজ্যের নতুন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করেন বাস মালিক সংগঠনের যৌথ মঞ্চের প্রতিনিধিরা। ‘সেখানে তাঁরা ভাড়ার হার নিয়মিতকরণের পাশাপাশি সিএনজি-চালিত গাড়ি চালানোর উপযোগী পরিকাঠামো বাড়ানোর আর্জি জানিয়েছেন। সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, জ্বালানির ক্রমবর্ধমান দামের জেরে নাজেহাল পরিবহণ ব্যবসাকে লাভজনক করতে সিএনজি ছাড়া কোনও বিকল্প নেই। বাস মালিকরা চাইছেন সিএনজি গাড়ির সংখ্যা বাড়াতে। কিন্তু সিএনজি পাওয়া যাচ্ছে না। আমরা মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি পরিকাঠামো বাড়াতে। পাশাপাশি ডিজেল-চালিত গাড়িকে সিএনজিতে রূপায়ণ করতে বাস-পিছু এককালীন পাঁচ লক্ষ টাকা ভর্তুকি দেওয়ারও দাবি জানিয়েছেন বাস মালিকেরা। পুলিশি জুলুম নিয়েও সরব হয়েছেন বৈঠকে।

Latest article