পৌঁছে যাবে দুয়ারে রেশন

Must read

প্রতিবেদন : করোনা (Coronavirus) রুখতে কঠোর বিধি-নিষেধ জারি থাকলেও গরিব মানুষের দোরগোড়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে চালিয়ে যাওয়া হবে দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প। রেশন ডিলারদের প্রকল্প বন্ধ রাখার আবেদনের প্রেক্ষিতে স্পষ্টভাবে একথা জানিয়ে দিল রাজ্য সরকার (West Bengal Government)। এই প্রকল্প ‘অত্যাবশ্যকীয়’ বলে ঘোষণা করে কোভিড পরিস্থিতিতেও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। পাশাপাশি রেশন কার্ডে বায়োমেট্রিক লিংকের কাজেও কোনও বিধিনিষেধ থাকবে না বলে জানানো হয়েছে। এই বিষয়ে খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি বলেন, ‘‘লকডাউনের সময়ও রেশন পরিষেবা বন্ধ করা হয়নি। রেশন পরিষেবা চালু না থাকলে সাধারণ মানুষ তো খেতে পারবেন না। আর দুয়ারে রেশন ব্যবস্থা তো স্বাস্থ্যকর। আর দুয়ারে রেশন প্রকল্পের অধীনে কোনও ব্যক্তিকেই এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। তাই জমায়েত হবে না। প্রকল্পের গাড়ি থাকবে খোলা জায়গায়। যাঁরা রেশন নেবেন, তাঁরা সেখানে এসে নিয়ে চলে যাবেন। মানুষকে অত্যাবশ্যকীয় পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এই প্রকল্প চালু করেছেন। তাই কোনও রেশন প্রকল্পই বন্ধ করা হবে না।’’

আরও পড়ুন-বিজেপির গ্রুপ ছেড়ে শান্তনুর বিস্ফোরণ

গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প। তার আগে হয়েছিল পাইলট প্রোজেক্ট। এই প্রকল্প নিয়ে শুরু থেকেই রেশন ডিলারদের নানা অভিযোগ ছিল। এবার কোভিড পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে জারি হওয়া কঠোর বিধিনিষেধের কারণ দেখিয়ে দুয়ারে রেশন প্রকল্প আপাতত স্থগিত রাখার দাবি তুলেছিলেন রেশন ডিলাররা। কিন্তু তাঁদের সেই আবেদনকে মান্যতা দিল না রাজ্য সরকার।

Latest article