দুয়ারে সরকার ফের ১ থেকে ২০ এপ্রিল

রাস্তাশ্রী শুরু ২৮ মার্চ

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের আগে আর এক দফা দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি রাজ্যে। আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল রাজ্য (West Bengal) জুড়ে শিবিরের (Duare Sarkar) আয়োজন করা হবে। উন্নয়নমূলক পরিষেবাগুলি নিয়ে মানুষের যাবতীয় সুবিধা-অসুবিধা দেখা হবে এই শিবির থেকে। বৃহস্পতিবার নবান্নে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। সূত্রের আরও খবর, আগে যে পরিষেবাগুলি পাওয়া যেত সেই পরিষেবাগুলিই এবার মিলবে। তবে নতুন করে কোনও পরিষেবা এই তালিকায় যোগ হবে কি না তা এখনও স্পষ্ট নয়। এমনিতেই রাজ্য সরকারের এই কর্মসূচি বিপুল সাড়া ফেলেছে। এমনকী জাতীয় মঞ্চেও পুরস্কৃত হয়েছে এই কর্মসূচি।
চলতি বছরের ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadu Murmu) এই প্রকল্পের জন্য রাজ্য সরকারকে পুরস্কৃত করেন। ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এর অধীনে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) এই স্বপ্নের প্রকল্প।

আরও পড়ুন: অ্যাডিনো রুখতে নির্দেশনামা

Latest article