চারদিন টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Must read

প্রতিবেদন : ফের নিম্নচাপ অক্ষরেখা। আর তার জেরে ফের রাজ্যজুড়ে বৃষ্টির (Rainfall- West bengal) আশঙ্কা। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। গত মঙ্গলবার থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবারও জেলাগুলি থেকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির খবর এসেছে। এর জেরে শুক্রবার থেকে চারদিন কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে শহর কলকাতার তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কেন ঝড়-বৃষ্টি? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পশ্চিমি ঝঞ্ঝার জেরে রাজ্য ও রাজ্যের লাগোয়া অঞ্চলে দাপট দেখাচ্ছে উত্তুরে হাওয়া। একদিকে উত্তুরে হাওয়া আর উল্টোদিকে পুবালি হাওয়া, এই দুয়ের সংঘাতে দার্জিলিং থেকে দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ড থেকে ওড়িশার দক্ষিণ উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের মিলিত প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।

আরও পড়ুন: অ্যাডিনো রুখতে নির্দেশনামা

এই নিম্নচাপের প্রভাবে ১৭, ১৮, ১৯ ও ২০ মার্চ রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, ১৭ মার্চ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rainfall- West bengal) সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৮ এবং ১৯ মার্চ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। সঙ্গী থাকবে ঝোড়ো হাওয়া। ২০ মার্চ সোমবারও এই পরিস্থিতি চলবে। তবে কোথাও টানা বৃষ্টির সম্ভাবনা নেই। ২১ তারিখ মঙ্গলবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। এই নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়েও আগামী চারদিন ঝড়বৃষ্টি চলবে। দুই দিনাজপুর, মালদারও কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে এই ক’দিন। মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে শুক্রবার কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Latest article