ধামসা মাদলের তালে দুয়ারে সরকার

আর চা-বলয়ের সাধারণ মানুষ ও শ্রমিকদের দুয়ারে সরকারের বিষয়ে সচেতন করতে প্রশাসন হাতিয়ার করেছে লোকসংগীত ও লোকনৃত্যকে।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: ধামসা মাদলের তালে তালে চা-বাগানের সবুজ ঘেরা মাঠে, রাস্তায় আদিবাসী রমণীদের লোকসংগীত ও লোকনৃত্য দেখে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এখন আবার কোন উৎসব? সবে তো করম পূজা শেষ হল। আপনার প্রশ্নের উত্তর একটাই, চলতি পুরো নভেম্বর মাস জুড়ে জেলায় চলবে দুয়ারে সরকারের শিবির। আর চা-বলয়ের সাধারণ মানুষ ও শ্রমিকদের দুয়ারে সরকারের বিষয়ে সচেতন করতে প্রশাসন হাতিয়ার করেছে লোকসংগীত ও লোকনৃত্যকে।

আরও পড়ুন-বীরভূমের রাস উৎসব হয়ে উঠল দুই সম্প্রদায়ের মিলনক্ষেত্র মঙ্গলডিহি এবার ৫৩৬ বর্ষে

ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত চা-বলয়ের মানুষের প্রিয় এই লোকনৃত্য ও লোকসংগীতের মাধ্যমে দুয়ারে সরকারে সরকারি প্রকল্পের সুবিধা নিতে যাতে এই প্রান্তিক মানুষগুলো সহজেই শিবিরে আসে তাই এরূপ সচেতনতার প্রচার। আলিপুরদুয়ার জেলার নিমতি, আটিয়াবাড়ি, ভার্ণাবাড়ি, মালঙ্গী সহ বিভিন্ন চা-বাগানে প্রশাসনের আধিকারিকরা এই লোকনৃত্য ও লোকসংগীতের দল নিয়ে পৌছে যাচ্ছেন। এই বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানান, কালচিনি ব্লক চা-বলয় ও বনবস্তি অধ্যুষিত ব্লক তাই আমরা লোকশিল্পীদের দল নিয়ে শ্রমিকরা যেখানে কাজ করছে তাদের দুয়ারে চলে যাচ্ছি সরকারি বিভিন্ন পরিষেবা নিয়ে তাদের সচেতন করছি।

Latest article