ঘরে বসেই লক্ষ্মীলাভ

নারী শুধুই ঘরকন্নায় নয়, ঘরে বসে লক্ষ্মীলাভেও সিদ্ধহস্ত। সংসার সামলানোর পাশাপাশি ঘরে বসেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন তাঁরা। মেয়েদের এখন বাড়ি বসে উপার্জনের হরেক অপশন। তারই সুলুকসন্ধানে শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

‘গৃহকর্মে নিপুণা’ শব্দটা আজ আক্ষরিক অর্থেই বাস্তবায়িত করে দেখিয়েছেন নারী। তাঁরা যেমন সংসারও সামলাচ্ছেন আবার ঘরে বসেই হয়ে উঠছেন আর্থিক ভাবে স্বাবলম্বী। কোভিডকালের পর বাড়ি বসে রোজগারের চাহিদা এবং ইচ্ছে মেয়েদের মধ্যে অনেক বেড়েছে। মেয়েরা এখন বাড়িতে বসেই নানাধরনের ব্যবসা, ফ্রিলান্স কাজ করে অর্থ উপার্জন করছেন। তাই রোজগার করতে গেলে বাড়ির বাইরে পা রাখতে হবে, এই কনসেপ্ট এখন উধাও। সংসারে চব্বিশ ঘণ্টা হাজিরা দিয়েও কর্মরত আজকের নারী। তাঁদের হাতের কাছেই রয়েছে নানা অপশন। শুধু নিজের রুচি, পছন্দ দেখে কাজ বেছে নিচ্ছেন তাঁরা। কারণ, প্যাশন থাকলে তবেই একহাতে খুন্তি নাড়তে নাড়তে অন্যহাতে রোজগার সম্ভব। আপনিও কি চাইছেন বাড়িতে বসেই উপার্জন করতে? কী করবেন বা কীভাবে করবেন, একঝলকে দেখে নেওয়া যাক—

আরও পড়ুন-ওয়ার্ক ফ্রম হোম বনাম অফিস সঙ্কটে মহিলা কর্মী

ই-কমার্স বিজনেস
প্রথমেই জানতে হবে ই-কমার্স কী? সহজ ভাষায় বলতে গেলে ই-কমার্স হল অনলাইনে নিজের ব্যবসা শুরু করে বাড়িতে বসেই ভাল ইনকাম করা। এর সবচেয়ে সহজ পদ্ধতি হল ই-কমার্সের কাজটি। প্রথমে ফেসবুক দিয়েই শুরু করা। প্রথমে ঠিক করে নিন কী বিক্রি করবেন। মোবাইল, শাড়ি, ঘড়ি— যা-ই হোক না কেন আপনি সেই প্রোডাক্টগুলি হোলসেলে কিনে নেবেন। তারপর বাড়িতে বসেই সেই প্রোডাক্টের ছবি-সহ দাম উল্লেখ করে ফেসবুক পেজে সেল অপশনে গিয়ে পোস্ট করবেন। আর যেহেতু ফেসবুক অনেকেই ব্যবহার করে তাই খুব তাড়াতাড়ি আপনার এই ই-কমার্স ব্যবসাটি পরিচিতি লাভ করবে এবং আপনি এখান থেকে খুব ভাল পরিমাণে ইনকাম করতে পারবেন।

আরও পড়ুন-লিগে আজ ইস্টবেঙ্গলের সামনে এরিয়ান

কনটেন্ট রাইটার
বিগত কয়েক বছর ধরে এই কাজটা রমরমিয়ে উঠেছে বলা যেতে পারে। হালফিলের যুগে কনটেন্টই সব। ডিজিটাল কনটেন্ট হোক বা ভিডিও। কনটেন্ট ছাড়া গোটা ইন্টারনেট অচল। তাই কনটেন্ট রাইটিং বা কনটেন্ট রাইটারের চাহিদা দিনে দিনে বাড়ছে। এটা অনায়াসে ঘরে বসেই করে ফেলতে পারেন যে কেউ। এর জন্য শুধু দরকার ইন্টারনেটের বিষয়গুলোর সম্বন্ধে জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা। যাঁদের ইংরেজির ওপর দক্ষতা কম তাঁদেরও সমস্যা নেই, বাংলায় কনটেন্ট লিখেও কাজ শুরু করতে পারেন। শুধু ঠিকঠাক ক্লায়েন্ট নির্বাচনটাই আসল। কনটেন্ট রাইটিংয়ে পয়সা রোজগার করতে হলে এর খুঁটিনাটি জেনে নিয়ে তবেই এগোন।

আরও পড়ুন-চ্যাম্পিয়ন বিশ্ববাংলা সংবাদ

ভ্লগার
ভ্লগ সম্পর্কে আলাদা করে আজ আর বলে দিতে হয় না। এই ভ্লগের দৌলতেই আজ বহু বাড়ির সাধারণ গৃহিণীরাও রোজগেরে গিন্নি হয়ে উঠেছেন। অন্তঃপুরে থাকা মেয়ে-বউরা ভ্লগের কারণে ঘরে ঘরে পরিচিত মুখ। শুধু ডেইলি ভ্লগ করে লাখ লাখ ভিউয়ার্স তৈরি করে ফেলেছেন ইউটিউবার মহিলারা। ডেইলি ভ্লগ ছাড়াও পার্সোনাল কনটেন্টের ওপর ভিত্তি করে ভ্লগ হয়। আপনি কি ভাল গান করতে পারেন? কবিতা বলতে পারেন? দারুণ রাঁধেন অথবা অনেক বিষয়ে আপনার প্রচুর জ্ঞান— এই সব কনটেন্টই অনায়াসে হয়ে যেতে আপনার রোজগারের সেরা উপায়। ভিডিও কনটেন্ট তৈরি করে ছাড়তে থাকুন এক-এক করে। আপনার চ্যানেলটি যখন ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম পূর্ণ করবে, চালু করা যাবে মনিটাইজেশন সিস্টেম। হতে থাকবে আয়। তবে ভ্লগের ক্ষেত্রে একটাই শর্ত, একটা ভিডিওর পর দ্বিতীয়টি ছাড়তে অনেক গ্যাপ না হয়। যত দ্রুত বেশি করে ভ্লগ বেরবে তত দ্রুত আয় হবে।

আরও পড়ুন-অনবদ্য নাটক গোধূলি গগনে

ভিডিও এডিটিং
ঘরে বসেই ভিডিও এডিটিং করে করতে পারেন রোজগার। তাঁর আগে শিখে নেওয়া প্রয়োজন। এই কাজটি পেশাদারিত্বের সঙ্গে করার জন্য কম্পিউটার বাড়িতে থাকতে হবে। বিভিন্ন সামাজিক মাধ্যম, ইউটিউব, ফাইবার এবং বিভিন্ন ফ্রি লান্সিং ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট খুঁজে বের করার পর তাঁদের নিজের অভিজ্ঞতার কথা ডিটেলে জানিয়ে দিন। এরপর কাজ ধরুন। যত দিন যাবে তত বেশি দক্ষ হয়ে উঠবেন আপনি।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী আপনিই দায়ী, মেয়াদ শেষের চিঠিতে বরাক উপত্যকা নিয়ে তোপ সুস্মিতার

ফ্রিলান্সিং
ফ্রিল্যান্সিং বর্তমানে রোজগারের একটা দারুণ মাধ্যম। বিশেষত মেয়েদের জন্য। এর জন্য প্রথমে যে কোনও একটা বিষয়ের ওপর দক্ষতা অর্জন করতে হবে। যদি ধরে নেওয়া যায় আপনি গ্রাফিক্স ডিজাইনিং জানেন বা খুব ভাল আঁকেন তাহলে বিভিন্ন অ্যাপ রয়েছে যেখানে অ্যাকাউন্ট খুলে নিজের একটা ভাল প্রোফাইল তৈরি করে রাখতে পারেন। এবার সেখানে থেকেই কাজ পেতে পারেন। আসবে ডিজাইনের অথবা আঁকার অর্ডার। প্রথম প্রথম বিষয়টা কঠিন মনে হলেও চেষ্টা চালিয়ে গেলে একটা সময় ভাল ক্লায়েন্ট ঘরে বসেই তৈরি করতে পারবেন। ফ্রিলান্স করতে চাইছেন তা হলে আগ্রহের কোনও ফিল্ড নিয়ে থাকলে ইনস্টিটিউটে ভর্তি হয়ে কোর্স করে নিন। অনলাইনেই এখন সব কোর্স করে ফেলা সম্ভব।

আরও পড়ুন-যাদবপুরে টিএমসিপির নতুন ইউনিট কমিটি

খাবার হোম ডেলিভারি
যাঁদের রান্নার হাত খুব ভাল বা ঘরোয়া রান্নাতে পটু তাঁরা খাবার হোম ডেলিভারি ব্যবসা শুরু করতে পারেন ঘরে বসে। পরিচিতি এবং সুনাম অর্জন করতে পারলে এতে নিয়মিত ভাল রোজগার করতে পারবেন। শুরুতে নিজের রান্না বিভিন্ন খাবাবের ছবি তুলে ফেসবুকে যে সব লোকাল গ্রুপ আছে সেখানে দিন। যোগাযোগের নম্বর দেবেন অবশ্যই।
এর পর গুগল মাই বিজনেসে নিজের একটি প্রোফাইল বানিয়ে সেখানে নিয়মিত নিজের ব্যবসা সম্পর্কে আপডেট দিতে থাকুন। আবার ব্যবসাটা শুরু করছেন এটা পরিচিতদের আগাম জানিয়ে দিলেও কাস্টমার পেতে দেরি হবে না। তবে প্রথমদিকে দুটো-তিনটে সেট মেনু রাখবেন যাতে বিষয়টা আপনার আয়ত্তে থাকে। ওর মধ্যে থেকেই কাস্টমার অর্ডার করতে পারে।

আরও পড়ুন-চ্যাম্পিয়ন বিশ্ববাংলা সংবাদ

বেকারির ব্যবসা
যদি আপনি কেক, পেস্ট্রি বানাতে পারদর্শী হন তাহলে খাবার হোম ডেলিভারির মতো বাড়িতেই শুরু করতে পারেন একটি বেকারি ব্যবসা। প্রথমে চেনা-পরিচিতদের মধ্যে দিন। তাঁদের ফিডব্যাক নিন, এবং এগোন। হোম ডেলিভারির মতোই এটাও আপনি ফেসবুক, মাই গুগল বিজনেসের মাধ্যমে সেল করতে পারেন। লোকাল পরিচিত জায়গায় সাপ্লাইও দিতে পারেন।
ডিজিটাল মার্কেটিং
বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং-এর গুরুত্ব অপরিসীম। আপনি যদি কোনও ভাল ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন তাহলে আপনার আয়ের অনেকগুলো দিক খুলে যাবে।

আরও পড়ুন-ধূপগুড়ির নতুন বিডিও জয়ন্ত রায়

আপনি ভাল কনটেন্ট রাইটিং জব করতে পারেন, কোনও কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। যদি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করেন তাও শুরু করতে পারেন।
যদি ফুড হোম ডেলিভারি বা বেকারি বা অন্য কোনও অনলাইনে ব্যবসা করতে চান এবং ঘরে বসে রোজগার তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে বিভিন্নভাবে সাহায্য করবে এবং এর মাধ্যমে আপনি অনেক কম খরচে অনেক বেশি কাস্টমারের কাছে পৌঁছতে পারবেন।

আরও পড়ুন-বিজেপি নেতা এলেন তৃণমূলে

হস্তশিল্প বা কুটির শিল্প
হাতে তৈরি করুন দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী। এই কাজে মেয়েদের চেয়ে পটু আর কে রয়েছে! যেমন হাতে তৈরি নকশি বেতের শৌখিন জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, কাপড়ের পুতুল, ওয়াল হ্যাঙ্গিং, হ্যান্ডমেড দুল, হার, চুড়ি, ব্যাঙ্গেল— এগুলো তৈরি করে আজকাল ব্যবসা শুরু করছেন বহু মেয়েই। এর জন্য আলাদা কোন স্পেস, বিরাট পুঁজি লাগে না। এ-ছাড়া হাতে তৈরি মিষ্টি, মোয়া ইত্যাদিও সেল করতে পারেন। এই ব্যবসাটি আপনি অনলাইনেও চালাতে পারেন।

আরও পড়ুন-সাভারকারের পূজারিরা আজ দেশ চালাচ্ছে

গৃহশিক্ষকতা
নিজের সারাজীবনের পড়াশুনো, মেধা-বুদ্ধিকে কাজে লাগিয়ে শুরু করতে পারেন হোম টিউশন। টিউশন খুব কমন শব্দ। অনেকেই ভাবেন এ-আবার কোন কাজ! আসলে গৃহশিক্ষকতা করে ভাল টাকা আয় করছেন এমন উদাহরণ ভূরি ভূরি। বাড়িতে বসে যেমন পড়াতে পারেন তেমনই আজকালকার দিনে অনলাইনে অনেক দূরের শিক্ষার্থীকেও পড়াতে পারেন। অর্থাৎ বাড়ির বাইরে বেরতে না চাইলে কুছ পরোয়া নেই। জানতে হবে পড়ানোর খুঁটিনাটি, ব্যস, তা হলেই কেল্লাফতে। মাসের শেষে বেশ ভাল রোজগার আপনার ঝুলিতে। এর পাশাপাশি কেউ যদি আঁকার প্রশিক্ষণ নিয়ে থাকেন তিনি নিশ্চিন্তে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ছোট্ট ড্রয়িং সেন্টার। গান, নাচে পেশাদার প্রশিক্ষণ থাকলে সেগুলোও বাড়ি বসেই শেখানো সম্ভব। শুধু দেশে নয়, বিদেশেও পৌঁছে যেতে পারে আপনার সেন্টারটি। অনলাইন এডুকেশন সিস্টেম বিদেশেও বাড়িয়ে দিতে পারে আপনার শিক্ষাদানের চাহিদা।

আরও পড়ুন-১০০ বছরে এই প্রথম মহালয়ায় সূর্যগ্রহণ! ভালো হবে না খারাপ?

ট্রান্সলেটর
আপনি যদি খুব ভাল ইংরেজি বা অন্য ভাষা জানেন তবে ইন্টারনেটে ডকুমেন্ট ট্রান্সলেটরের কাজ পাওয়া যায় সহজেই। বাড়ি বসেই করতে পারেন সেই কাজ।
স্কুল প্রোজেক্ট মেকার
হাতের কাজে ভাল হলে অনায়াসেই এই কাজটি করতে পারেন। স্কুল-কলেজ পড়ুয়াদের প্রোজেক্ট বানানোর সময় থাকে না! টাকার বিনিময়ে আপনি সেগুলো করে দিতেই পারেন। এতে আপনার সময় তো কাটবেই, পেশাদারিত্বের সঙ্গে করতে পারলে ভাল টাকাই আয় হবে।
পেট ক্রেশ
যদি পোষ্য ভালবাসেন তাহলে বাড়িতে খুলতে পারেন পেট ক্রেশ। পোষ্যদের ঘণ্টা-প্রতি বা দিন-প্রতি দেখাশোনা করার জন্য নির্দিষ্ট পারিশ্রমিক নিন। আবার কেউ দূরে বেড়াতে যাওয়ার সময় পোষ্যকে কয়েকদিনের জন্য রেখে যেতে চাইলে এককালীন টাকার বিনিময়ে পরিষেবা দিতে পারেন।

আরও পড়ুন-উন্নয়নের নামে অবৈজ্ঞানিকভাবে পাহাড় কাটা! প্রাকৃতিক বিপর্যয়ে হিমাচলে ক্ষতি ১০ হাজার কোটি, মৃত ৭৮

সেলাই-ফোঁড়াই
সুচিশিল্পে কি আপনি বেশ পটু? তাহলে এটাই হতে পারে আপনার রোজগারের সেরা মাধ্যম। বিভিন্ন সালোয়ার কামিজ, পেটিকোট, স্কার্ট, লেহেঙ্গা, কুর্তি, শাড়িতে নানারকম ডিজাইন, সুতোর কাজ, নকশিকাঁথা ইত্যাদি সেলাই করার সহজাত প্রতিভা থাকলে বা প্রশিক্ষণ নিয়ে থাকলে অবশ্যই ঘরে বসেই ভাল রোজগার করতে পারবেন। শুধু দরকার নিজের পরিচিতির। এক্ষেত্রে পরিবারের মানুষজনকে দিয়েই শুরু করুন না ধীরে ধীরে। আস্তে আস্তে বেড়ে যাবে ব্যবসার পরিধি।

আরও পড়ুন-সিক্যুয়েলে মাত সিনে দুনিয়া

গ্রামীণ মহিলাদের জন্য
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বহু গ্রামীণ মহিলাই আজ বাড়ি বসেই রোজগার করছেন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ দফতর রেশম খাদি এবং পল্লি শিল্প সমিতির উদ্যোগে রাজ্যের গ্রামীণ বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মহিলারা অম্বর চরকার মাধ্যমে মসলিন সুতো-কাটা থেকে শুরু করে বস্ত্র তৈরির প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন মহিলারা যখন মসলিন সুতো কাটবেন, তখন তাঁরা সুতো কাটার জন্যও পাবেন পারিশ্রমিক।

Latest article