এগিয়ে থেকেও জয় অধরা ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল ৩ হায়দরাবাদ ৩

Must read

প্রতিবেদন : হাইস্কোরিং ম্যাচ। হাফডজন গোলেও ম্যাচ নিষ্ফলা। জঘন্য রক্ষণ, হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ৩-১ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ৩-৩ ড্র করল ইস্টবেঙ্গল (East Bengal vs hyderabad)। কাজে এল না নাওরেম মহেশের জোড়া গোল। সুপার কাপে ইস্টবেঙ্গলের সেমিফাইনালের অঙ্ক কঠিন হল।
এদিন মানোলো মারকুইজের দলের বিরুদ্ধে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৪ মিনিটের মাথায় লাল-হলুদকে এগিয়ে দেন মহেশ। সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ১১ মিনিটে হায়দরাবাদের হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান জেভিয়ার সিভেইরো। মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠে সমতা ফেরানোর সাত মিনিটের মধ্যে ফের গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করেন ভিপি সুহের। বিরতির আগেই ৩-১ করে ফেলে ইস্টবেঙ্গল (East Bengal vs hyderabad)। ক্লেটন সিলভার পাস থেকে গোল করেন সেই মহেশ। দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য চেহারায় হায়দরাবাদ। ইস্টবেঙ্গল ডিফেন্স দাঁড়িয়ে পড়ে। ৭১ মিনিটে ফের সিভেইরোর গোলে ব্যবধান কমায় গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। মিনিট দশেক পর আব্দুল রাবিয়ার গোলে ম্যাচে সমতা ফেরায় হায়দরাবাদ।

আরও পড়ুন-সতর্ক মোহনবাগান

Latest article