দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে ধরল ইডি

কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, জৈনের ঘনিষ্ঠ ব্যক্তিদের এমন কিছু সংস্থার সঙ্গে সম্পর্ক ছিল যেগুলি মানি লন্ডারিংয়ের আওতায় পড়ে৷

Must read

নয়াদিল্লি : দিল্লির আপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ সোমবার কলকাতা-ভিত্তিক কোম্পানির সঙ্গে হাওলা লেনদেনের একটি মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সম্প্রতি মানি লন্ডারিং মামলায় সত্যেন্দ্র জৈনের পরিবারের ৪.৮১ কোটি টাকার সম্পত্তি নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি৷

আরও পড়ুন-নেপাল : উদ্ধার ২১টি পোড়া দেহ

কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, জৈনের ঘনিষ্ঠ ব্যক্তিদের এমন কিছু সংস্থার সঙ্গে সম্পর্ক ছিল যেগুলি মানি লন্ডারিংয়ের আওতায় পড়ে৷ এদিকে চলতি বছরের জানুয়ারিতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে, আপের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে ইডি তাঁদের স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করার পরিকল্পনা করছে। আপের আশঙ্কাই সত্যি হল৷

Latest article