গৌতম দেবের সঙ্গে একান্তে বৈঠক, শিলিগুড়িতে ভোট-প্রচারে বিনয়

Must read

সংবাদদাতা,শিলিগুড়ি : পাখির চোখ পুরসভা ভোট (Corporation Election)। শিলিগুড়ি (Siliguri) পুর-নির্বাচনে নেপালি ভাষাভাষী মানুষদের ভোট টানতে বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নামতে চলেছেন পাহাড়ের নেতারা। জিটিএ প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং (Binay Tamang) ও কার্শিয়াং-এর প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যোগদানের পর সোমবার শিলিগুড়িতে ফিরে পুর-প্রশাসক গৌতম দেবের (Goutam Deb) সঙ্গে দেখা করেন তাঁরা। দীর্ঘক্ষণ হয় বৈঠক। বৈঠকের পর বিনয় তামাং বলেন, ‘সামনেই শিলিগুড়ি কর্পোরেশন নির্বাচন। শিলিগুড়ির প্রচুর ওয়ার্ডে গোর্খা ভাইবোনেরা রয়েছেন। যে সমস্ত ওয়ার্ডে গোর্খা ভোটার রয়েছে সেই ওয়ার্ডেই প্রচারে যেতে চাই, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

আরও পড়ুন-আগামী বছর ক্রিসমাস কার্নিভালে যোগ হবে বো বারাকও: ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, শিলিগুড়ি পুর-এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে নেপালি ভাষাভাষীর প্রচুর ভোটার রয়েছেন। সেইসব ভোট তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নিজেদের দখলে রাখতে চাইছে। তাই বিনয় তামাং (Binay Tamang) ও রোহিত শর্মার ইমেজকে কাজে লাগাতে এদিন বৈঠক হয়। এ ছাড়াও এদিন বিনয় তামাং আরও বলেন যে, পাহাড়ে গিয়ে বিমল গুরুংয়ের সঙ্গে যোগাযোগ করে কথা বলব। একসঙ্গে পাহাড়ের উন্নয়নের কাজ করতে চাই আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) পাহাড়ের উন্নয়নে অনেক কিছু করেছেন তাঁর হাত আরও শক্ত করতে চাই আমরা। বিনয় তামাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ বলতে গিয়ে বলেন, দিদি দেশের প্রধানমন্ত্রীর আসনে বসুক আমরা পাহাড়বাসীরা সেটাই চাইছি।

Latest article