প্রার্থীতালিকা হয়ে আছে আগেই

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : বিধানসভা নির্বাচনে মানুষ সাড়া দিয়েছেন। উন্নয়নের জোয়ার দেখে সাধারণ মানুষ আস্থা রেখেছেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। এবার পুরসভা নির্বাচনেও (Corporation Election) জয় নিয়ে আত্মবিশ্বাসী দল (TMC)। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই তাই তৈরি হয়ে গিয়েছে প্রার্থী তালিকা। কালিয়াগঞ্জ, ডালখোলা ও ইসলামপুর পুরসভা নির্বাচনে দলের জয়ও নিশ্চিত। এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল (Kanailal Agarwal)। তিনি বলেন, ‘‘ইসলামপুর পুরসভার ১৭টি ওয়ার্ডেই দল জিতবে। কোথায় কে প্রার্থী হলে দল সুবিধে পাবে তা আগে থেকেই জানা রয়েছে। সেই মাফিক প্রার্থী তালিকাও (Candidate List) প্রায় তৈরি হয়ে গিয়েছে।’’ পাশাপাশি তাঁর নিজের পুরসভা ইসলামপুর ছাড়াও কালিয়াগঞ্জ এবং ডালখোলা একটা মোটামুটি খসড়া তৈরি করা হয়েছে। রাজ্য নেতৃত্ব চাইলে দিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন-গৌতম দেবের সঙ্গে একান্তে বৈঠক, শিলিগুড়িতে ভোট-প্রচারে বিনয়

তিনি বলেন, “আমাদের দল প্রত্যেকটি পুরসভা সাধারণ মানুষের জন্য অনেক পরিষেবা দিয়েছে। কাজেই আমরা জিতবই। ইতিমধ্যেই ইসলামপুর পুরসভার প্রার্থীতালিকা-সহ কালিয়াগঞ্জ ও ডালখোলার প্রার্থীতালিকা প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে।’’ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) হাত ধরেই পাহাড়ে এসেছে উন্নয়ন। মানুষ যে উন্নয়নের সঙ্গে আছেন তার ফল বিধানসভা ভোটবাক্সেই মিলেছে। আবারও তাঁরা এগিয়ে আসবেন। শামিল হবেন উন্নয়নযজ্ঞে। তৃণমূল কংগ্রেস এ-বিষয়ে আত্মবিশ্বাসী। এলাকার মানুষ ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন।

Latest article