Snowfall: তুষারপাতের জেরে বন্ধ সিকিমের সিল্ক রুট

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : লাগাতার তুষারপাতের (Snowfall) জেরে ছাঙ্গু ও নাথু লা পর্যন্ত পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে সিকিমের (Sikkim) সিল্ক রুট। রবিবার থেকেই ইয়ুমথাম যাওয়ার অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সিকিমের প্রশাসন। আটকে থাকা বহু পর্যটককে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, এখনও ১২০০ পর্যটক আটকে রয়েছেন। তাঁদের সেনা ছাউনিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধীরে ধীরে নামিয়ে আনা হচ্ছে পর্যটকদের।

আরও পড়ুন-গৌতম দেবের সঙ্গে একান্তে বৈঠক, শিলিগুড়িতে ভোট-প্রচারে বিনয়

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই তুষারপাত চলছে সিকিমে। বিশেষ করে উত্তর সিকিমে। লাচেন, নাথু লা, ছাঙ্গুতে বরফ পড়ছে লাগাতার। শুক্র, শনি, রবি— পরপর তিনদিন লাচেনে তুষারপাত হয়। রাত পর্যন্ত চলে তুষারের তাণ্ডব। তুষারপাতের জেরে শনিবার নাথু লা পর্যন্ত পর্যটকদের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।  আজ, সোমবার থেকে ছাঙ্গু ও নাথু লা পারমিট বন্ধ করে দিয়েছে সিকিম সরকার। অন্যদিকে, দার্জিলিং পার্বত্য এলাকায় সান্দাকফু, টুংলু, ফালুট এলাকায় পরপর দু’দিন তুষারপাত হয়। তুষারপাতের জেরে যান-চলাচল ব্যাহত হয়। তুষারপাতের (Snowfall) জেরে রাস্তা কয়েক মিটার চওড়া বরফের পুরু চাদরে ঢাকা পড়ে যায়।

Latest article