গরুমারায় শুরু হচ্ছে হাতিসাফারি

সূত্রের খবর, লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের টিকিট কাউন্টার থেকে অফলাইনে টিকিট কেটে হাতিসাফারি করতে হবে পর্যটকদের।

Must read

নবেন্দু বাড়ৈ, জলপাইগুড়ি : আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গরুমারা বনাঞ্চলে পর্যটকদের জন্য হাতিসাফারি। এখন থেকে সব পর্যটকই এই সাফারিতে অংশগ্রহণ করতে পারবেন। করোনা শুরুর পর থেকেই জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। বন্ধ ছিল হাতিসাফারি। এখন সংক্রমণের হার কিছুটা কমেছে।

আরও পড়ুন-কৃষকদের আওয়াজ হটাও মোদি

সরকারিভাবে মঙ্গলবার থেকেই সকল পর্যটকের জন্য হাতিসাফারি শুরু করা হচ্ছে। আগে গরুমারা বন্যপ্রাণ বিভাগের কালীপুর ইকো ভিলেজ, রামসাই রাইনো ক্যাম্প ও ধুপঝোরা গাছবাড়ির বনবাংলোতে যে পর্যটকেরা থাকতেন, তাঁরাই হাতিসাফারি সুযোগ পেতেন। তবে এখন থেকে বনবাংলোতে না থাকলেও সাধারণ পর্যটকেরাও এই সুযোগ পাবেন।

আরও পড়ুন-এক আসনে কর্মী-নেতারা

হাতিসাফারির জন্য পর্যটকদের মাথাপিছু ১০২০ টাকা ধার্য রয়েছে। সূত্রের খবর, লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের টিকিট কাউন্টার থেকে অফলাইনে টিকিট কেটে হাতিসাফারি করতে হবে পর্যটকদের। গরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও জন্মেজয় পাল বলেন, যেদিন সাফারি করবেন, তার আগের দিনই টিকিট সংগ্রহ করতে হবে। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকমহল। পাশাপাশি বন দফতরের এই সিদ্ধান্তে উত্তরবঙ্গে আরও যে পর্যটকদের ঢল নামবে, তাও অনুমেয়।

Latest article