শঙ্কা টম্যাটো ফ্লু

পাশাপাশি অধিকাংশ রোগীর দেহে দেখা যাচ্ছে ছোট লাল ফোস্কা বা আমবাতের মতো ক্ষত। টম্যাটোর মতো দেখতে এই ফোস্কার কারণেই রোগটির এমন নামকরণ।

Must read

কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে না-আসতেই মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক। তার মধ্যেই এবার নতুন সংযোজন টম্যাটো ফ্লু। আজব এই ভাইরাস ইতিমধ্যেই ছোবল বসিয়েছে ভারতে। জানা যাচ্ছে, কেরলের কোল্লাম জেলায় এই অচেনা ভাইরাসে সংক্রমিত কমপক্ষে ৮০ শিশু। আক্রান্ত শিশুদের প্রায় প্রত্যেকেরই বয়স ৫ বছরের কম। উদ্বেগের বিষয় হল, এখনও পর্যন্ত টম্যাটো ফ্লু সংক্রমণের সুনির্দিষ্ট কোনও চিকিৎসা পদ্ধতি জানা নেই। ফলে উপসর্গের উপর নির্ভর করেই চিকিৎসা চালাতে হয়।

আরও পড়ুন-লাদাখে সেনাবাহিনীর বাস নদীতে পড়ে নিহত ৭ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

তাই সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে জরুরি জনসচেতনতা। সেই লক্ষ্যেই সতর্কতামূলক প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে। শুধু কেরল নয়, তামিলনাড়ুতেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিশেষজ্ঞরা বলছেন, এখনও পর্যন্ত দেখা গিয়েছে কেবলমাত্র শিশুরাই আক্রান্ত হচ্ছে এই রোগে। টম্যাটো ফ্লু-র সঙ্গে চিকুনগুনিয়ার উপসর্গের কিছুটা মিল রয়েছে। তীব্র জ্বর, গা-হাত-পায়ে ব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ থাকবেই। পাশাপাশি অধিকাংশ রোগীর দেহে দেখা যাচ্ছে ছোট লাল ফোস্কা বা আমবাতের মতো ক্ষত। টম্যাটোর মতো দেখতে এই ফোস্কার কারণেই রোগটির এমন নামকরণ।

Latest article