বিমানে আগুন, রক্ষা ফুটবলারদের

বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আর্সেনালের মহিলা ফুটবল দল। জার্মানির উলফসবার্গ বিমানবন্দরে তাঁদের বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল

Must read

লন্ডন, ২৫ এপ্রিল : বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আর্সেনালের মহিলা ফুটবল দল। জার্মানির উলফসবার্গ বিমানবন্দরে তাঁদের বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। তবে এই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন-‘এবার আর ধর্মের ভিত্তিতে ভোট নয়’ BSF-নিশীথকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে রাতে লন্ডনে ফিরছিলেন আর্সেনাল ফুটবলাররা। কিন্তু বিমানবন্দরের রানওয়েতে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রথম পর্বের সেমিফাইনালে উলফসবার্গের সঙ্গে ২-২ ড্র করে ফিরছিলেন আর্সনালের ফুটবলাররা। বিমান আকাশে ওড়ার আগে পাইলট টের পান যে ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। মনে করা হচ্ছে পাখির ধাক্কাতেই হয়তো এমন ঘটনা ঘটেছে। তবে দ্রুত বিমানের যাত্রীদের বাইরে নিয়ে আসায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। আর্সেনাল ফুটবলার ও স্টাফেদের বিমানবন্দরের কাছেই একটি হোটেলে রাতে রেখে দেওয়ার পর অন্য একটি বিমানে তাঁদের লন্ডনে ফেরানো হয়েছে। আর্সেনালের পক্ষ থেকে বিমানের এই সমস্যার কথা জানানো হয়েছে। এর ফলে যে অন্য বিমানে ফুটবলারদের লন্ডনে ফেরাতে হয়েছে, তাও বলা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বিমানের সমস্ত কর্মীকে ধন্যবাদ জানানো হয়েছে।

Latest article