মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা, নেতাজি -র নামে স্পোর্টস ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া গ্রুপের

Must read

নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র নামে আরও একটি বিশ্ববিদ্যালয় হবে রাজ্যে। নেতাজি (Netaji Subhas Chandra Bose) শুধু বাংলার নন, তিনি সারা পৃথিবীর। রবিবার কলকাতায় নেতাজি-স্মরণ অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে নেতাজি-ট্যাবলো রেড রোডে প্রদর্শিত হবে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এবার হতে চলেছে স্পোর্টস ইউনিভার্সিটি। রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। এই অভিনব উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরীকে।

আরও পড়ুন – ৭ই ফেব্রুয়ারী থেকে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে আমরা নেতাজির নামে রাজ্যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় করব। একটা ওপেন ইউনিভার্সিটি আছে, আরও একটা হবে। আমি সত্যমকে ধন্যবাদ জানাই। ও গতকাল আমাকে জানিয়েছে যে ওঁরা চুঁচুড়াতে একটা স্পোর্টস ইউনিভার্সিটি করবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। আমি সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’ মোট ১৫ একর জমির ওপর হুগলি জেলার চুঁচুড়াতে হবে নেতাজি সুভাষ ইউথ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপ। প্রজেক্টের বাজেট ৩০০ কোটি টাকা। টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরীর উদ্যোগেই বাস্তবায়িত হতে চলেছে এই অভিনব পরিকল্পনা।

Latest article