৭ই ফেব্রুয়ারী থেকে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প

এবার রাজ্য সরকারের উদ্যোগে চালু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়'।

Must read

এবার রাজ্য সরকারের উদ্যোগে চালু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’। ৭ ফ্রেব্রুয়ারি থেকে পাড়ায় এই প্রকল্প শুরু হতে চলেছে। করোনাকালে অনেকদিন ধরেই বন্ধ স্কুল। এই পরিস্থিতিতে সবার পক্ষে অনলাইন ক্লাস (Online Class) করা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে এবার নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার ‘পাড়ায় শিক্ষালয়’। ৭ ফ্রেব্রুয়ারি থেকে এই প্রকল্প শুরু হচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই প্রকল্প চলবে। সোমবার, সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শিক্ষামন্ত্রী এদিন স্পষ্ট করেই বলেন, রাজ্য সরকার স্কুল খোলারই পক্ষে। এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-আইনশৃঙ্খলা, ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে ৫ রাজ্যে ডিজিটাল প্রচারে তৃণমূল কংগ্রেস

‘পাড়ায় শিক্ষালয়’ প্রসঙ্গে ব্রাত্য বসু জানান, স্কুলের (School) সময়সূচি মেনেই এখানে পঠনপাঠন হবে। দু’লক্ষ শিক্ষক-শিক্ষিকা, 12হাজার প্রধান শিক্ষককে এই প্রকল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।৫০,৫৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৫৯৯টি শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় দু লক্ষ শিক্ষক শিক্ষিকা এই উদ্যোগে সামিল হবেন।
৬০৫২৬৮২ পড়ুয়া শিক্ষা লাভ করবে। বেসরকারি বিভিন্ন স্কুল চাইলে এতে সামিল হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী৷

আরও পড়ুন- রঙ, তুলি, ক্যানভাস ফেলে চলে গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর

একনজরে দেখে নিন শিক্ষা দফতরের নির্দেশিকা:

ব্রাত্য বলেন, ধাপে ধাপে স্কুল খোলা হবে৷ এ বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছে। তবে, তার আগে বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে। প্রতিটি পড়ুয়ার সুরক্ষার কথা মাথায় রেখেই স্কুল খুলতে চায় শিক্ষা দফতর৷ কবে স্কুল খোলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি এ বিষয়ে ঘোষণা করবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

Latest article