মানুষের কাছে গিয়ে সমস্যা শুনুন, অভিষেকের নির্দেশ

Must read

সংবাদদাতা, বালুরঘাট: পৌঁছে যেতে হবে মানুষের দরজায়। শুনতে হবে তাঁদের কথা। দক্ষিণ দিনাজপুরের (Dakshin DinajPur) সাংগঠনিক সভায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের এমনই নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার ছিল তৃণমূলে নবজোয়ার কর্মসূচির নবম দিন৷ এদিন সকালে গঙ্গারামপুর স্টেডিয়ামে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার, চেয়ারম্যান নিখিল সিংহ রায়, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্বরীশ সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, কুশমন্ডির তৃণমূল বিধায়ক-সহ জেলার একঝাঁক নেতৃত্ব। এদিনের সাংগঠনিক সভাতে জেলা নেতৃত্বদের একাধিক নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহ রায় জানিয়েছেন, আমাদের জেলাতে কিছু কিছু ব্লক সাংগঠনিকভাবে দুর্বল রয়েছে, সেগুলিকে সবাই মিলে একসঙ্গে পরিশ্রম করে তোলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নির্দেশ দিয়েছেন। তিনি বলেন সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এত কিছু আমাদের সরকার দিচ্ছে তাহলে কেন মানুষের কাছে বার্তা যাবে না, বেশি বেশি করে ওই জায়গাতে আমাদের সাংগঠনিক কার্যকলাপ চালাতে বলেছে, মানুষের দরজায় গিয়ে আমাদের সরকারের কার্যক্রমগুলির প্রচার চালাতে বলেছেন বুথে বুথে গিয়ে। শুধু তাই নয় দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠনকে কার্যকলাপের মধ্যে রাখতে নির্দেশও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক সভায় দিয়েছেন। সাংগঠনিক সভা শেষে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন— উনি ডেকেছিলেন। আমাদের সঙ্গে সকলের পরিচিতি ও সৌজন্যসাক্ষাৎ দুটোই হল। তিনি জানিয়েছেন সংগঠনের কাজ ভালভাবে করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সাংগঠনিক সভা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা অভিমুখে রওনা হন।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী কি শিশুদের ভয় পান? প্রশ্ন কংগ্রেসের

Latest article