সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতি কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

Must read

সংবাদদাতা, কাটোয়া ও রামনগর : রাজ্য সরকার নানা জনমুখী প্রকল্প নিয়েছে নিম্নবিত্ত মানুষদের জন্য। কিন্তু অনেকে বেআইনে নানা প্রকল্পের সুবিধে নিচ্ছে। কিসান না হয়েও কেউ নিচ্ছে কিসান সম্মাননিধির টাকা, কেউ আবাস যোজনার টাকা নিয়ে বাড়ি তৈরি না করে অন্য খাতে খরচ করছে। দুটি ক্ষেত্রেই প্রশাসন কড়া ব্যবস্থা নিতে চলেছে। কাটোয়ায় যারা বেনিয়মে কিসান সম্মাননিধির টাকা নিয়েছে, তাদের চিঠি দেওয়া শুরু করল কৃষি দফতর। রামনগরে আবাস যোজনার টাকা নিয়ে বাড়ি না করায় থানায় এফআইআর করলেন বিডিও।

আরও পড়ুন : আদিবাসীরা বললেন ‘গো ব্যাক’ পাঁচামিতে মুখ পুড়ল বামেদের

কাটোয়ায় দিন পনেরো ধরে প্রাপকদের নথি যাচাই করে দেখা গিয়েছে শিক্ষক, পঞ্চায়েত কর্মী-সহ কয়েকজন সরকারি চাকুরে ও পেনশনভোগী এই সুবিধে ভোগ করছেন। একই পরিবারে দুজনও সুবিধে পাচ্ছেন। খবর জানাজানি হতেই অনেক সরকারি কর্মী কিসান সম্মাননিধির পাওনা টাকা ফেরত দিতে কাটোয়া ১ নং ব্লক কৃষি দপ্তরে হাজির হন। এই প্রকল্পে বছরে তিন কিস্তিতে দু হাজার টাকা করে ছ হাজার টাকা পাওয়া যায়। ব্লক কৃষি আধিকারিক আজমির মণ্ডল বললেন, ‘যাঁরা মিথ্যা তথ্য পেশ করে আবেদন করেছেন, তাঁদেরকে চিহ্নিত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ বাংলা আবাস যোজনায় বাড়ি না বানিয়ে প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করায় রামনগর ২ ব্লকের ৯০ জন উপভোক্তার বিরুদ্ধে থানায় এফআইআর করলেন বিডিও বিপ্রতিম বসাক। গত চারটি আর্থিক বছরে অভিযুক্তেরা বাড়ি তৈরির অনুমোদন পেয়েছিল। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি না করে টাকাটা অন্যভাবে খরচ করেছে। আইনি নোটিশ পেয়েও টাকা ফেরত দিচ্ছিল না রামনগর ব্লকের ৯০ জন। ফলে বৃহস্পতিবার রামনগর থানায় ৮৪ জন এবং মন্দারমণি কোস্টাল থানায় ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিডিও। এ ঘটনায় বিজেপির কেউ যুক্ত আছে কিনা, তদন্ত করে দেখছে পুলিশ দেখছে।

Latest article