আসানসোল উপপ্রধান বিলে সই রাজ্যপালের

ফলে রাজ্য বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনের মধ্যেই ডেপুটি মেয়র সংক্রান্ত বিলটিকে আইনে পরিণত করে নিতে আর কোনও বাধা থাকল না।

Must read

সংবাদদাতা, আসানসোল : দীর্ঘ ন’মাস পর ডেপুটি মেয়র সংক্রান্ত বিলে সই হল। সই করলেন বর্তমান রাজ্যপাল লা গণেশন। বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন এই বিলটি তাঁর কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। আসানসোল মেগা কর্পোরেশনে ডেপুটি মেয়র পদে দু’জনকে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয় নবান্ন থেকে। সেই সিদ্ধান্ত অনুসারে ডেপুটি মেয়র হন অভিজিৎ ঘটক এবং ওয়াশিমুল হক।

আরও পড়ুন-গেট ওয়েল সুন কার্ড পাঠালেন সেচমন্ত্রী

কিন্তু একটি পুরনিগমে দু’জন উপপ্রধান রাখার ব্যাপারে আইনি বৈধতার প্রশ্ন তোলেন সংবিধান বিশেষজ্ঞরা। তখনই রাজ্য মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এ নিয়ে একটি বিল পাশ করানোর। বিলটি পাশ হলেও তৎকালীন রাজ্যপাল ধনকড় বিলটিতে সই করতে চাননি। এতদিন ধরে অভিজিৎ ঘটক ও ওয়াশিমুল হক ডেপুটি মেয়র হিসেবে কাজ করলেও তাঁরা কোনও সরকারি নথিতে উপপ্রধান হিসেবে সই করতে পারছিলেন না। ফলে প্রশাসনিক কাজে সমস্যার সৃষ্টি হচ্ছিল। বর্তমান রাজ্যপাল লা গণেশন কার্যভার গ্রহণ করার পরই বিলটি আগাগোড়া পর্যালোচনা করেন। দীর্ঘদিন ঝুলে-থাকা বিলটিতে সই করে দিয়েছেন নতুন রাজ্যপাল। ফলে রাজ্য বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনের মধ্যেই ডেপুটি মেয়র সংক্রান্ত বিলটিকে আইনে পরিণত করে নিতে আর কোনও বাধা থাকল না।

Latest article