মোহালিতে আজ বিরাট-ম্যাচ, শুভেচ্ছার ঢল

মোহালিতে যখন প্রথম স্টেডিয়াম হল, জায়গাটা তখন ধু ধু প্রান্তর। দু’পাশে জোয়ার-বাজরার খেত। মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে পিসিএ স্টেডিয়াম।

Must read

মোহালি, ৩ মার্চ : মোহালিতে যখন প্রথম স্টেডিয়াম হল, জায়গাটা তখন ধু ধু প্রান্তর। দু’পাশে জোয়ার-বাজরার খেত। মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে পিসিএ স্টেডিয়াম। ইট-পাথরের বিশাল ইমারত। দূর থেকে দেখে মনে হত বিশাল এক দুর্গ। ভেতরে রাজা-রাজড়ার ব্যাপার।
শুক্রবার সেই মোহালিতে বিরাট-রাজার একশো টেস্ট। যা নিয়ে তিনি নিজেও বেশ উত্তেজিত। বলেছেন, ভাবেননি দেশের হয়ে কখনও একশো টেস্ট খেলবেন। গ্রেটদের সঙ্গে একাসনে বসবেন। আরও একটা মাইলস্টোন তাঁর সামনে। আর ৩৮ রান করলেই টেস্ট ক্রিকেটে আট হাজার ক্লাবের সদস্যপদ পেয়ে যাবেন তিনি।

আরও পড়ুন-একশো টেস্ট খেলব, কখনও ভাবিনি: বিরাট

বিসিসিআই ইতিমধ্যেই কিং কোহলির ১০০ টেস্ট নিয়ে ভিডিও প্রকাশ করেছে। অধিনায়ক রোহিত শর্মা সশ্রদ্ধ ভঙ্গিতে বলেছেন, ‘‘এটা তোমারই দল। টেস্টে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছ তুমিই।” জবাবে কোচ থেকে পরিবার, সবাইকে শুধু ধন্যবাদ দিয়েছেন তিনি। বাকিটা অপেক্ষা করে আছে আসমুদ্র হিমাচলের প্রত্যাশার জবাব দেওয়ার। বাইশ গজে একশোয় ১০০। যা আড়াই বছর কেউ দেখেনি।
সেটা ছিল নব্বইয়ের দশক। ভারতীয় ক্রিকেটে জগমোহন ডালমিয়া-ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা জুটির স্বর্ণ যুগ। মোহালি তখনও পাঞ্জাবের বড় বাণিজ্যকেন্দ্র হয়ে ওঠেনি। তেমন হোটেল ছিল না আশপাশে। তবে সন্ধ্যার পর রাস্তার ধারের তরকা-রুটিতে ছিল অমৃতের স্বাদ। চণ্ডীগড়ের সেক্টর সিক্সটিন থেকে অটোতে অন্তত চল্লিশ মিনিট। স্টেডিয়ামের ভিতরে আধুনিকতার ছোঁয়া। ড্রেসিংরুম থেকে প্রেসিডেন্টস বক্স, সর্বত্র পাঁচতারা আবহ। ব্রেকে পাঞ্জাবি গান। হরভজন সিং কতবার গানের সঙ্গে ভাংরা নেচেছেন মাঠের ধারে।

আরও পড়ুন-এটা বিরাটেরই দল : রোহিত

প্রথমে না বললেও পরে পঞ্চাশ শতাংশ দর্শককে শুক্রবার মাঠে ঢোকার অনুমতি দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। সুতরাং বিরাট-ম্যাচ চাক্ষুষ করার সুযোগ থাকছে ফ্যানদের। একশোয় একশো গাভাসকর থেকে শচীন, কেউ পারেননি। কিন্তু তিনি বিরাট কোহলি। মানুষের বিচারে, ‘লাস্ট অফ দ্য মোহিকানস’। পারলে তিনিই পারেন। অন্ধ বিশ্বাস ভক্তদের। এমনিতে মোহালিতে এই সময় বেশ ঠান্ডা। সকালের দিকে বল ভাল মুভ করে। সুরঙ্গা লাকমল, লাহিড়ু কুমারা বা লাসিথ এম্বুলডেনিয়া চ্যালেঞ্জ ছুড়বেন। কিন্তু তিনি কিং কোহলি, চাপেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়েছেন বরাবর।

আরও পড়ুন-কাঁথির অধিকারীরা এখন বাঘ থেকে হল বিড়াল

পূজারা, রাহানে ও ঋদ্ধিমান সাহা মোহালিতে নেই। এটা নতুন দল, নতুন অধিনায়ক। প্রথম দু’জনের জায়গায় শুভমান গিল ও শ্রেয়স আইয়ারের দলভুক্তি মোটামুটি নিশ্চিত। রোহিত বলেছেন, তাঁর মনে হয়েছে এই উইকেট একটু শুকনো। সকালের দিকে মোহালির ঠান্ডাও তাঁর কথায় উঠেছে। তবে সবমিলিয়ে দেশের ৩৫তম টেস্ট অধিনায়কের বক্তব্য হল, ‘‘ভারতে যেমন উইকেট হয়, এটা তাই।” তিন পেসার-দুই স্পিনারের কম্বিনেশনে গেলে জাদেজার সঙ্গী হবেন অশ্বিন। তবে চেন্নাইয়ের অফস্পিনারের ফিটনেস একটা বড় প্রশ্ন।
শ্রীলঙ্কা অধিনায়ক ডিমুথ করুণারত্নে জানালেন, কুশল মেন্ডিসকে তাঁরা পাচ্ছেন না। তবে কিপার-ব্যাটসম্যান ডিকওয়েলা চোট সারিয়ে ফিরেছেন, এটাই ভরসা। শ্রীলঙ্কার এটা ৩০০তম টেস্ট। সেই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বলে করুণারত্নে গর্বিত। তিনি আরও খুশি এইজন্য যে, বিরাটের শততম ম্যাচে ভারতীয় বোর্ড মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন-মেদিনীপুরের ৭ পুরসভায় প্রমীলাদের জয়

দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসাবে শুক্রবার শততম টেস্ট খেলবেন বিরাট
আর ৩৮ রান করলেই ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টেস্টে ৮ হাজার ক্লাবের সদস্যপদ পাবেন বিরাট
শুক্রবার ভারতের ৩৫তম টেস্ট অধিনায়ক হিসাবে মাঠে নামবেন
রোহিত
ডিমুথ করুণারত্নের নেতৃত্বে শ্রীলঙ্কা মোহালিতে ৩০০তম টেস্ট ম্যাচ খেলবে
২০১৫-র পর থেকে শ্রীলঙ্কা আর কখনও ভারতের বিরুদ্ধে টেস্ট জেতেনিক্রিকেট হল সত্যিকারের ক্রিকেট।’’

Latest article