বাগদেবীর আরাধনা উপলক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই চলছে পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে রয়েছে উত্‍সবের আমেজ৷

Must read

আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা (Saraswati Puja) চলছে৷ পুজোর আনন্দে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা (Students)। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই চলছে পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে রয়েছে উত্‍সবের আমেজ৷

আরও পড়ুন-শারীরিক অবস্থার অবনতি লতা মঙ্গেশকরের

এদিনের এই বিশেষ দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনিজের সোশ্যাল মিডিয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,

‘বিদ্যা-বুদ্ধি, সঙ্গীত-শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী। শিক্ষার্থীদের জন্য তাই আজকের দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে আজ বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছিলাম। দেবীর স্নেহাশিসে বাংলা তথা দেশের সকল বিদ্যার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। প্রকৃত জ্ঞানের আলোকে ধুয়ে যাক মনের সকল মলিনতা, দীনতা। সমস্তরকম সংকীর্ণতার অচলায়তন ভেঙে সমাজের প্রতি আরও দায়বদ্ধ হয়ে উঠুক তারা – এই কামনা করি। সকল শিল্পীর প্রতিভা বিকশিত হোক, দ্যুতি ছড়াক দেশ-বিদেশে। রাজ্য তথা দেশবাসীর মঙ্গলকামনায় আজ প্রার্থনা করলাম মায়ের কাছে। আরাধনার কিছু উজ্জ্বল মুহূর্ত।’

Latest article