জিটিএ-র ভোট হবে, পঞ্চায়েতেরও

Must read

সংবাদদাতা, কার্শিয়াং : আইন সংশোধন করে দ্বিস্তরীয় পঞ্চায়েতকে ত্রিস্তর পঞ্চায়েত করা হোক। পাশাপাশি জিটিএ নির্বাচনও হোক। মঙ্গলবার কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই সংশোধিত ভোটার তালিকা চলে আসবে। তখন জিটিএ-র ভোট হবে। পাশাপাশি আইন সংশোধন করে ত্রিস্তরীয় পঞ্চায়েতে ভোট করা হবে।

আরও পড়ুন : পাহাড়ে ঢালাও লগ্নি

পাহাড়ে রাজনীতি নয়, শুধুই চাই উন্নয়ন। তাই রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে অনীত-রোশনকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিমল গুরুংয়ের শক্ত হাত রোশন গিরি। আবার গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেরিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক দল গঠন করেছেন। দু’জনেরই রাজনৈতিক প্ল্যাটফর্ম এখন আলাদা। কিন্তু পাহাড়ের উন্নয়ন চাই তাই মুখ্যমন্ত্রী রোশন গিরি ও অনীত থাপা দু’জনকেই ডেকেছিলেন। দু’জনেই একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, কমিটি তৈরি করা হবে। অনীত ও রোশন-সহ গৌতম দেবকে রাখা হবে। রোশন ও অনীত মুখ্যমন্ত্রীকে বেশ কিছু গঠনমূলক প্রস্তাবও দেন।

Latest article