‘উনি এই সফরে আমার সঙ্গে দেখা করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন, কিন্তু দিল্লি তা শোনেনি’ কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

ইউএনের একটি সংস্থা বাংলাকে সাংস্কৃতিক পর্যটনে সেরার তকমা দিয়েছে। সেই পুরস্কার গ্রহণ করতে যাওয়ার প্রসঙ্গেই এই কথা জানান মমতা।

Must read

এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছেছেন। কিন্তু বাংলাকে বাদ দেওয়া হল! কেন্দ্রের এহেন আচরণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অধিবেশন থেকে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন-নতুন কমিটি নিয়ে অসন্তোষ খতিয়ে দেখবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়

চারদিনের ভারত সফরে দিল্লি এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার পরিসরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে না রাখায় ক্ষুব্ধ মমতা। এদিন তিনি বলেন, “হাসিনাজি দিল্লিতে এসেছেন। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। পুজোর সময়ে আমি ওনাকে চিঠি দিই। উনি আমাকে শাড়ি পাঠান। আম পাঠান, কখনও ইলিশ পাঠান। আমি শুনেছি, উনি এই সফরে আমার সঙ্গে দেখা করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু দিল্লি তা শোনেনি। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে এসেছেন, অথচ বাংলাকে বাদ দেওয়া হল।”

আরও পড়ুন-‘আমরা ঘাস- যত কাটবে, আমরা ততই বাড়ব’ নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বিধায়কদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এরপরেই বিভিন্ন দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও, কেন্দ্রের বাধা দেওয়ার বিষয়ে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এইসব করেছে কেন্দ্র। আগে তাঁর চিকাগো সফরে অনুমতি দেয়নি মোদি সরকার। চিন তাঁকে আমন্ত্রণ করলেও আপত্তি জানানো হয়। ইউএনের একটি সংস্থা বাংলাকে সাংস্কৃতিক পর্যটনে সেরার তকমা দিয়েছে। সেই পুরস্কার গ্রহণ করতে যাওয়ার প্রসঙ্গেই এই কথা জানান মমতা।

Latest article