‘১১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ হবে’ দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সামনেই বাঙালির শ্ৰেষ্ট উৎসব। সেই নিয়েই মেতে আছে গোটা রাজ্য।

Must read

সামনেই বাঙালির শ্ৰেষ্ট উৎসব। সেই নিয়েই মেতে আছে গোটা রাজ্য। কিন্তু আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন ঠিক কবে থেকে শুরু হবে ভোটের কর্মকাণ্ড।
পুজোর পরেই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা হবে। নতুন ভোটাররা নাম তুলতে পারবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সামনেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন।এদিন নেতা-কর্মীদেরও বার্তা দেন তৃণমূল নেত্রী। ভোটার কার্ড (Voter Card) নিয়ে তিনি জানান, পুজোর পরেই ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধানের কাজ শুরু হবে। নতুন কার্ড থেকে পুরনো কার্ডের সমস্যা– সব কাজই হবে নভেম্বর থেকে জানুয়ারি।

আরও পড়ুন-‘উনি এই সফরে আমার সঙ্গে দেখা করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন, কিন্তু দিল্লি তা শোনেনি’ কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

মুখ্যমন্ত্রী জানান, “১১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ হবে। কারেকশন, অ্যাডিশন, ডিলিশন, নতুন নাম সংযোজন সব হবে। ১৮ বছর বয়স হলেই ভোটার কার্ড হবে। এ বছরে ১৭ বছর উত্তীর্ণ হলেই নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে।“

আরও পড়ুন-নতুন কমিটি নিয়ে অসন্তোষ খতিয়ে দেখবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সারা বছর ভোটার তালিকা আপডেট হবে। বছরে চার বার ভোটার কার্ড সংশোধনের কাজ হবে। ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর। ব্লকে ব্লকে ভোটার কার্ড সংশোধনের বিষয়ে প্রচারের নির্দেশ দেন।

Latest article