‘সোমবারই ১০হাজার তরুণ-তরুণী চাকরির নিয়োগপত্র পাবে’, দলীয় অধিবেশন থেকে কর্মসংস্থানের আশ্বাস দিলেন মমতা

এছাড়া, দেওচা পচামি-সহ যেসব জায়গায় নতুন শিল্পস্থাপন হচ্ছে, সেখানেও কয়েক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে জানান মমতা।

Must read

পুজোর আগেই বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পুজোর আগেই রাজ্যে ৩০ হাজার চাকরির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অধিবেশন থেকে তিনি জানান, রাজ্যে বেকারত্বের হার কমেছে। দেশে যেখানে বেকারত্বের হার ৪০ শতাংশ বেড়েছে। সেখানে রাজ্যে বেকারত্ব কমেছে ৪০শতাংশ।

আরও পড়ুন-‘১১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ হবে’ দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী জানান, এই সোমবারই ১০হাজার তরুণ-তরুণী চাকরির নিয়োগপত্র পাবে। সরকারের তরফেই তাঁদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। সেখানে থেকেই বিভিন্ন সংস্থা তাঁদের নিয়োগ করছে। একই সঙ্গে রাজ্যে ৮৯হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া তৈরি করে ফেলেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এছাড়া, দেওচা পচামি-সহ যেসব জায়গায় নতুন শিল্পস্থাপন হচ্ছে, সেখানেও কয়েক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে জানান মমতা।

Latest article