নববর্ষে রাজ্য জুড়ে তাপপ্রবাহের সতর্কতা 

Must read

প্রতিবেদন : নববর্ষের আগে রাজ্য (West Bengal-Weather) জুড়ে তাপপ্রবাহের আশঙ্কা। বৃহস্পতিবার এমনই আশঙ্কার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলি-সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে এই তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সঙ্গে উত্তরের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী রবিবার পর্যন্ত প্রায় প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহের সোমবার থেকে শনিবার আরও বেশি করে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। গত দু’দিন ধরে রাজ্যের প্রায় সব জেলারই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বিধাননগরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মালদায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ রাজ্যে (West Bengal-Weather) বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু’একটি জেলায় অতি সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরের দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। কয়েকদিন গরমের পাশাপাশি শুষ্ক আবহাওয়াই চলবে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাও উধাও হবে। ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে গা জ্বালা দেওয়ার মতো গরম অনুভূত হবে। আবহাওয়া দফতরের পরামর্শ সকাল ১১ থেকে বিকেল ৪টে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভাল।

আরও পড়ুন- শ্মশান কেলেঙ্কারিতে রক্ষাকবচহীন সৌমেন্দু

Latest article