আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস

যদিও কলকাতার পুরসভা ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়ে ফেলেছে। নবান্নের তরফে বিভিন্ন জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Must read

প্রতিবেদন : আজ বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এদিন বেশি বৃষ্টি হতে পারে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে। পরদিন শুক্রবার উত্তরে বৃষ্টি একটু কমলেও দক্ষিণবঙ্গে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এ মরশুমে বৃষ্টির জেরে বারবার বাধা পেয়েছে শীত। এবারও একই অবস্থা। হাওয়া অফিস সুত্রে জানা গিয়েছে, উত্তর ভারতে ফের পশ্চিমি ঝঞ্ঝার আগমনে আবহাওয়ায় এই পরিবর্তন। ঝঞ্ঝার জেরে উত্তর ভারতের রাজ্যগুলিতে এরই মধ্যে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে।

আরও পড়ুন-মহানগরীর পথে নামছে আধুনিক ট্রলি বাস

এর জেরে বুধবার থেকেই কলকাতা ও জেলাগুলির তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বুধবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই বেড়েছে। মঙ্গলবারের শীতের আমেজ এদিন অনেকটাই উধাও। তবে এদিন সকালের দিকে শহরের আকাশ ছিল কুয়াশায় ঢাকা। বেলা বাড়ার পর অবশ্য আকাশ পরিষ্কার হতে শুরু করে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

তবে বৃষ্টির পূর্বাভাসে শঙ্কিত সাধারণ মানুষ। কারণ ভারী বর্ষণ হলে অনেক জায়গায় জল জমতে পারে। যদিও কলকাতার পুরসভা ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়ে ফেলেছে। নবান্নের তরফে বিভিন্ন জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Latest article