মেয়ে ইন্দ্রাণীর সঙ্গে স্নাতক হতে চলেছেন গৃহবধূ দুলু

Must read

সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: শাশুড়ি-বউমা নিয়ে বহু গল্পই শোনা যায়, কিন্তু এ গল্প ব্যতিক্রমী। বউমা পড়তে চান শুনে হাসিমুখে সেই আবদার মেনে নিয়েছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা শাশুড়ি। তাঁর কাছে বৌমা কন্যাপ্রতিম। বলরামপুরের (Balarampur) পতিডি গ্রামের পুতুলরানি পতির বৌমা চল্লিশোর্ধ্বা দুলু পতি এবার বলরামপুর  কলেজ (Balarampur College) থেকে বিএ পরীক্ষা দেবেন। একই সঙ্গে বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ (Vikram Tudu Memorial College) থেকে বিএ পরীক্ষা দেবেন তাঁর মেয়ে ইন্দ্রাণী পতিও। সহপাঠী মা-মেয়ের কথা এলাকার মানুষের মুখে মুখে ঘুরছে। সঙ্গে সুখ্যাতি দুলুদেবীর শাশুড়ি পুতুলরানিরও। দুলুদেবী জানান, তাঁর বাপের বাড়ি বরাবাজার। ১৯৯৯ সালে নবম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয় পতিডির দয়াময় পতির সঙ্গে। ছেদ পড়ে পড়াশুনায়। সংসারে জড়িয়ে যান তিনি। এক ছেলে ও এক মেয়েকে পড়াতে পড়াতে নিজেরও ফের পড়াশোনার ইচ্ছে হয়। স্বামী রাজি হন। উৎসাহ দেন শাশুড়ি। ২০১৮ সালে মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০২০-তে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। মেয়ে ইন্দ্রাণীও একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন। মেয়ে ভর্তি হন বরাবাজার কলেজে, মা বলরামপুরে। সন্ধ্যায় একসঙ্গে মা-মেয়ে পড়তে বসেন। সামনেই পরীক্ষা। দুলুদেবী বলেন, ‘চাকরি পাওয়ার আশায় পড়ছি না। পড়াশোনা দরকার বলেই পড়ছি।’ সহপাঠিনী মেয়ে ইন্দ্রাণী বলেন, ‘মা দ্রুত বিষয় বুঝতে পারে। অনেক সময় জটিল বিষয়গুলিও গল্পের মতো করে আমাকে বুঝিয়ে দেয়।’

আরও পড়ুন: রাজ্যপাল অধিবেশন বন্ধ রাখতে পারেন না : সুপ্রিম কোর্ট

Latest article