রাজ্যপালের সঙ্গে বিরোধ নেই

Must read

প্রতিবেদন : রাজ্যপালের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই বলে জানিয়ে দিয়েছেন রাজ্য বিধানসভার (WB legislative Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Cv Ananda Bose- Biman Banerjee)। এখনও পর্যন্ত রাজ্যপালের আচরণে তিনি ব্যতিক্রমী কিছু দেখছেন না বলে জানিয়েছেন অধ্যক্ষ। মঙ্গলবার বিধানসভা ভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাম্প্রতিক ক্রিয়াকলাপ নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে অধ্যক্ষ বলেন, রাজ্যপাল রাজ্যপালের মতো আছেন। আমি কোনও ব্যতিক্রমী আচরণ, পরিবর্তন দেখছি না। রাজ্যপাল সংবিধান মেনে কাজ করবেন এটাই স্বাভাবিক। বিরোধের কোনও জায়গা নেই। আমাদের বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তেমন কিছুই দেখিনি। বিধানসভার কাজ বাদ দিয়ে তো আলোচনার জায়গা নেই। তাই কোনও বিরোধ নেই। রাজ্যপাল স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠাতেই পারেন বলেও জানিয়েছেন তিনি। রাজভবনে পাঠানো বিল প্রসঙ্গে বিমানবাবু বলেন, অনেক বিল পাঠিয়েছি। রাজ্যপালের (Cv Ananda Bose- Biman Banerjee) উচিত বিলগুলো ছেড়ে দেওয়া। এদিকে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিমানবাবু বলেন, সব অধ্যক্ষের বিরুদ্ধেই পক্ষপাতের অভিযোগ ওঠে। তবে এভাবে অনাস্থা অনাটা কোনও পরিণত মস্তিষ্কের কাজ বলে তিনি মনে করেন না। বিধানসভায় ওই প্রস্তাবের ওপর আলোচনা করে বিষয়টির স্থায়ী মীমাংসা প্রয়োজন বলে অধ্যক্ষ মনে করেন।

আরও পড়ুন: রাজ্যপাল অধিবেশন বন্ধ রাখতে পারেন না : সুপ্রিম কোর্ট

Latest article