হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, নিউগড়িয়া-রুবি, জোকা-মাঝেরহাট চালু মেট্রো পরিষেবা

Must read

দেশে প্রথম গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো (Metro service)। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চালু হল মেট্রো পরিষেবা। একইসঙ্গে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত এবং জোকা-মাঝেরহাট রুটেও মেট্রো চলাচলও শুরু হয়ে গিয়েছে।

শুক্রবার সকাল সাতটায় এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান, দু’দিক থেকেই প্রথম মেট্রো (Metro service) চলাচল শুরু হয়। প্রথমদিনেই সকাল থেকে হাওড়া ময়দান থেকে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাওড়া এবং কলকাতার মধ্যে যোগাযোগ রক্ষাকারী গঙ্গার নীচ দিয়ে মেট্রোর পরিষেবা নিয়ে খুশি যাত্রীরা। প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার ১২-১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে৷ দু’দিক থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৪৫ মিনিট নাগাদ৷ তবে আপাতত রবিবার এই রুটে কোনও পরিষেবা থাকছে না৷

আরও পড়ুন- বিচারপতির পাল্টিবাজি এজলাস ছেড়ে পদ্মপাতায়

এদিকে আজই চালু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। এই রুটে প্রতিদিন সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো বিকেল ৪.৪০ মিনিটে। ২০ মিনিট অন্তর এই রুটে পরিষেবা পাওয়া যাবে। শনি ও রবিবার পরিষেবা মিলবে না। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবে এই রুটে যাত্রী পরিষেবা শুরু হলেও পরবর্তী সময়ে যাত্রীদের সংখ্যা দেখে মেট্রোর রেক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জোকা থেকে মাঝেরহাট রুটে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টে ৩৫ পর্যন্ত মেট্রো চলবে। ২৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। শনি ও রবিবার এই রুটে মেট্রো পরিষেবা মিলবে না।

Latest article