যুবভারতীতে আই লিগ ফয়সালার ম্যাচ, মার্কাসই আজ বড় ভরসা মহামেডানের

প্রথমবার আই লিগ ট্রফি কি ময়দানের মহামেডান তাঁবুতে ঢুকবে? নাকি টানা দু’বার চ্যাম্পিয়নের মুকুট পরবে গোকুলাম কেরালা?

Must read

প্রতিবেদন : প্রথমবার আই লিগ ট্রফি কি ময়দানের মহামেডান তাঁবুতে ঢুকবে? নাকি টানা দু’বার চ্যাম্পিয়নের মুকুট পরবে গোকুলাম কেরালা? উত্তর মিলবে শনিবার রাতের যুবভারতীতে। প্রিয় দলের হাতে ট্রফি দেখতে মাঠ ভরাবেন মহামেডান সমর্থকরা। মার্কাস জোশেফ, শেখ ফৈয়াজরা সমর্থকদের প্রথমবার আই লিগ ট্রফি উপহার দিতে মুখিয়ে আছেন। শ্রীনিধি-র কাছে গোকুলামের হারের পর হঠাৎ চলে আসা সুযোগটা কাজে লাগাতে তৈরি সাদা-কালো ব্রিগেড। গোকুলামের খেলার ভিডিও বিশ্লেষণ করে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন মহামেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। গোকুলামকে ড্র করলেও চলবে। কিন্তু মহামেডানকে জিততেই হবে। আর গোলের জন্য সাদা-কালো শিবির নির্ভর করবে ফর্মে থাকা ত্রিনিদাদ ও টোবাগোর স্ট্রাইকার মার্কাস জোশেফের উপর। লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে তিনি।

আরও পড়ুন-পরের আইপিএলেও খেলার ইঙ্গিত ধোনির

শনিবারের লিগ ফাইনালের আগে মার্কাস বলেছেন, ‘‘গোলের জন্য দল আমার উপর নির্ভর করে আছে এটা ঠিক নয়। ফৈয়াজ, ব্রেন্ডনরাও গোল করছে। হেনরি কিসেকা আছে। আমাদের গোল করার লোকের অভাব নেই। আমরা মরশুমে দুর্দান্ত খেলেছি। এবার আই লিগটা জিতলে আমাদের লড়াই সার্থক।’’ ফৈয়াজ, ব্রেন্ডনরা বলছেন, ‘‘সমর্থকরা মাঠে আসুন, আমাদের সমর্থন করুন। ট্রফি আমরাই জিতব।’’
মহামেডান কোচ চেরনিশভ ম্যাচের আগে বলেছেন, ‘‘অবশ্যই এই ম্যাচে আমরা এগিয়ে থাকব কারণ, গ্যালারির সমর্থন থাকছে আমাদের জন্য। পয়েন্টে এগিয়ে থাকলেও গোকুলামের জন্য কাজটা সহজ হবে না।’’ তবে মহামেডানকে হুঁশিয়ারি দিয়েছেন গোকুলাম কোচ আলবার্তো আনিস। বলেন, ‘‘আগের ম্যাচে আমাদের মনঃসংযোগ নষ্ট হয়েছিল। শনিবার লড়াই হবে।’’
আজ আই লিগে মহামেডান বনাম গোকুলাম
যুবভারতী, সন্ধ্যা ৭টা

Latest article