সেপ্টেম্বরেই ফের ভারত-পাক দ্বৈরথ

সেই সময় পাক বোর্ডের তরফে আপত্তি তোলা হলেও, শেষ পর্যন্ত এশিয়া কাপ সম্ভবত শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে

Must read

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : চলতি বছরের সেপ্টেম্বরে ফের ২২ গজে পরস্পরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার ট্যুইট করে ২০২৩ এবং ২০২৪ সালের এশীয় ক্রিকেটের ক্যালেন্ডার প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহ। সেখানে দেখা যাচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। গ্রুপের তৃতীয় দল উঠে আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

আরও পড়ুন-জি২০ নতুন রূপে আত্মপ্রকাশ করবে ইএম বাইপাস

দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তাই দুই প্রতিবেশী দেশ পরস্পরের মুখোমুখি হয় এশিয়া কাপে নয়তো আইসিসি টুর্নামেন্টে। গত বছর এশিয়া কাপের গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। যদিও সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল রোহিত শর্মাদের। তবে গত এশিয়া কাপ হয়েছিল কুড়ি ওভারের। এবার পঞ্চাশ ওভারের ম্যাচে মুখোমুখি হবেন রোহিত শর্মা, বাবর আজমরা।

আরও পড়ুন-স্বাস্থ্যকেন্দ্র বাঁচাতে দেড় কোটি মকুব

তবে এশিয়া কাপে ভেনু নিয়ে জটিলতা এখনও কাটেনি। শুরুতে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও, ভারতের আপত্তিতে এশিয়া কাপ অন্য কোনও ভেনুতে হতে পারে বলে কয়েক মাস আগেই জানিয়েছিলেন জয় শাহ। সেই সময় পাক বোর্ডের তরফে আপত্তি তোলা হলেও, শেষ পর্যন্ত এশিয়া কাপ সম্ভবত শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে।

Latest article