পথ দুর্ঘটনায় শীর্ষে ভারত!

Must read

প্রতিবেদন : পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যুর পরিসংখ্যানে বিশ্বে এক নম্বরে ভারত (India)! জেনিভার ইন্টারন্যাশনাল রোড ফেডারেশনের সর্বশেষ রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিশ্ব সড়ক পরিসংখ্যান বা ওয়ার্ল্ড রোড স্ট্যাটিসটিক্স ২০১৮ শীর্ষক এই রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর নিরিখে ভারতের স্থান প্রথম। পাশাপাশি সড়ক দুর্ঘটনার মোট সংখ্যার বিচারে ভারত রয়েছে তৃতীয় স্থানে। দুর্ঘটনায় আহতদের সংখ্যার নিরিখেও ভারত তৃতীয়। যে হারে গোটা দেশে (India) পথ দুর্ঘটনা (Road Accident) বাড়ছে, তাতে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এই পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি জানিয়েছেন, ২০২০ সালের তথ্য অনুযায়ী, পথ দুর্ঘটনায় মৃতদের ৬৯.৮০ শতাংশের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

আরও পড়ুন-লাদাখের পাওয়ার গ্রিডে হামলা চিনের

বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্বে সড়ক যোগাযোগ ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ভারতের স্থান। কিন্তু ভারতে পরিবহণ ক্ষেত্রে পরিকাঠামো ও প্রয়োগগত সমস্যা রয়েছে। যার জেরেই এত বেশি দুর্ঘটনা ঘটছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসেবে, ২০২০ সালে দেশে পথ দুর্ঘটনার সংখ্যা ৩ লক্ষ ৫৪ হাজার ৭৯৬। নিহতের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ২০১। আহত ৩ লক্ষ ৩৫ হাজার ২০১। বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, সবচেয়ে বেশি যে কারণে পথ দুর্ঘটনা ঘটে তা হল প্রচণ্ড গতিতে যানবাহন চালানোর প্রবণতা। বলা হচ্ছে, এর ফলে ৭৫ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৭৩৬ জন। দেখা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৩.৬ শতাংশ টু–হুইলার অর্থাৎ বাইক, স্কুটার দুর্ঘটনায় পড়েছেন।

Latest article