বুচা নিয়ে স্বাধীন তদন্ত চায় ভারত

Must read

প্রতিবেদন : ইউক্রেনের বুচায় রুশ সেনাবাহিনীর নৃশংসতার খবর সামনে আসতেই গোটা বিশ্বে আরও কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া (Russia)। আমেরিকা নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে ইউরোপের বেশ কিছু দেশ। পশ্চিমি দেশগুলি সেন্ট্রাল ব্যাঙ্কে রাশিয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর ফলে রাশিয়া তাদের বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে না। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, রাশিয়া (Russia) থেকে অস্ত্র আমদানি কমাক ভারত। মস্কোর সঙ্গ ত্যাগ করে ভারতের উচিত যুদ্ধ বিরোধিতায় সরব হওয়া। ইউরোপীয় ইউনিয়ন পুতিনের দুই মেয়ের উপরেও নিষেধাজ্ঞা জারি করতে পারে। বুচা শহরের ঘটনায় তীব্র নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস। রাষ্ট্রসংঘে বুচার গণহত্যার তীব্র নিন্দা করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, বুচায় যেভাবে সাধারণ মানুষকে হত্যা করার খবর সামনে এসেছে তা অত্যন্ত লজ্জাজনক। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করি। এই ঘটনার স্বাধীন তদন্ত হওয়া উচিত। যেভাবে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে তাতে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। লোকসভায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, নিরাপরাধ মানুষকে হত্যা করে সমস্যা মেটে না৷ আলোচনাতেই সমাধান খোঁজা উচিত৷

Latest article