স্নুকারে বিশ্বসেরা ভারত

Must read

ব্যাঙ্কক, ২৮ ফেব্রুয়ারি : ইংল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে মহিলাদের স্নুকার বিশ্বকাপ (women’s snooker World Cup) চ্যাম্পিয়ন হল ভারত ‘এ’ দল। অবাছাই হিসেবেই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন আমি কামানি এবং অনুপমা রামচন্দ্রন। দুর্দান্ত স্কিল দেখিয়ে ১২ বারের বিশ্বচ্যাম্পিয়ন রেনে ইভান্স এবং বর্তমানে বিশ্বের চার নম্বর রেবেকা কেনাকে হারিয়ে স্নুকারের বিশ্বখেতাব জিতলেন কামানি, অনুপমারা। বিশ্বকাপ জিতে কামানি বলেছেন, ‘‘অসাধারণ অনুভূতি হচ্ছে। আমি সেই ২০১১ সালে স্নুকার (women’s snooker World Cup) খেলা শুরু করি এবং এটাই আমার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব।’’ ভারতের অনুপমা বলেছেন, ‘‘মহিলাদের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপে এবারই আমি প্রথম অংশ নিয়েছিলাম। আমি দারুণ খুশি, খেতাব জিততে পেরে। প্রথম দু’দিন টেবলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েছিলাম। কিন্তু হার-জিতের কথা না ভেবে লড়াই করেছি। সেটাই সাহায্য করেছে।’’

আরও পড়ুন: এমবাপেকে টপকে সেরা মেসিই

Latest article