কৃষকদের স্বার্থে সুন্দরবন উন্নয়ন দফতরের উদ্যোগ

দক্ষিণ ২৪ পরগনার নীমপীঠ রামকৃষ্ণ মিশনের কৃষিবিজ্ঞান কেন্দ্রে সমন্বিত কৃষি ব্যবস্থাপনা নিয়ে ৬ দিনের একটি কর্মশালার আয়োজন করল সুন্দরবন উন্নয়ন দফতর

Must read

সংবাদদাতা, জয়নগর :‌ দক্ষিণ ২৪ পরগনার নীমপীঠ রামকৃষ্ণ মিশনের কৃষিবিজ্ঞান কেন্দ্রে সমন্বিত কৃষি ব্যবস্থাপনা নিয়ে ৬ দিনের একটি কর্মশালার আয়োজন করল সুন্দরবন উন্নয়ন দফতর। সুন্দরবনের তরুণ ও অভিজ্ঞ কৃষকদের সক্ষমতা বাড়ানোর জন্য কী কী বীজ ও যন্ত্রপাতির ব্যবহার করা যায় সে বিষয়ে কৃষিবিজ্ঞানীরা বিস্তারিত আলোচনা করছেন এই কর্মশালায়।

আরও পড়ুন-বাঁধ সংস্কারে বিশ্বভারতীর ব্যর্থতা, পৌষমেলা নিয়ে আর্জি পুরসভাকে

৩১ অক্টোবর শুরু হওয়া এই কর্মশালা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার এই কর্মশালায় উপস্থিত হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও দফতরের কৃষি বিষয়ক আধিকারিকরা। মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, ‘‌সুন্দরবনের মানুষ কৃষি ও মৎস্যচাষের উপর নির্ভরশীল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ব্যাহত হচ্ছে কৃষি ও মৎস্যচাষ। রাজ্য সরকার নোনা জলের সহনশীল চাষের উদ্ভাবন করতে চলেছে। ইতিমধ্যে নোনা স্বর্ণধানের বীজ সরবরাহ করা হচ্ছে। এই ধান নোনা জলেও ফলবে। আমরা মনে করি কৃষকদের আয় বৃদ্ধির প্রয়োজন আছে। সেজন্য আধুনিক ব্যবস্থাপনা খুব জরুরি। সুন্দরবন উন্নয়ন দফতর সবসময় কৃষকদের পাশে আছে। বছরভর নানাভাবে সাহায্য করা হচ্ছে তাঁদের। আগামী দিনেও আমরা এভাবেই তাঁদের সাহায্য করব। ৬ দিনের এই কর্মশালার মাধ্যমে কৃষকরা আধুনিক চাষের বিষয়ে নতুন অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।’‌

Latest article