মহাকাশে পাড়ি দিল সবচেয়ে বড় রকেট

Must read

প্রতিবেদন : বড় সাফল্য পেল ইসরো (ISRO)। রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে মহাশূন্যের পথে পাড়ি জমাল ভারতের সবচেয়ে বড় রকেট। ৩৬টি ওয়ান ওয়েভ ইন্টারনেট উপগ্রহ লঞ্চ করে ইতিহাস তৈরি করে ফেলল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। রবিবার সকাল ৯টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে মোট ৩৬টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয় লঞ্চ ভেহিকেল মার্ক-৩ রকেট (LVM3 rocket)। এটি ভারতের সবচেয়ে ভারী লঞ্চার রকেট। চলতি বছরে এটা ইসরোর দ্বিতীয় রকেট লঞ্চ।

আরও পড়ুন: রাহুলের পর আরও এক বিরোধী সাংসদের পদ খারিজের সম্ভাবনা

ওয়ানওয়েব ইংল্যান্ডের একটি সংস্থা। যারা সরকারি এবং বাণিজ্যিক কাজে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে থাকে। ইসরোর সঙ্গে ওয়ানওয়েবের একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী মহাকাশে এই কৃত্রিম উপগ্রহ পাঠাল ইসরো। উল্লেখ্য, ২০২২ সালের ২৩ অক্টোবর প্রথম দফায় ওয়ানওয়েবের ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো।
ইসরোর এই প্রোজেক্টের নাম এলভিএম থ্রি- এম থ্রি (LVM3 rocket) ওয়ানওয়েভ ইন্ডিয়া টু মিশন। রকেট লঞ্চ হওয়ার ঠিক ১৯ মিনিট পর স্যাটেলাইট আলাদা হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। ইসরোর তরফে জানানো হয়েছে, লোয়ার আর্থ অরবিটে এই স্যাটেলাইটগুলি পাঠানো হয়েছে। এতে ইন্টারনেট পরিষেবা আরও উন্নত হবে।

Latest article