আয়ারল্যান্ড সফরে অধিনায়ক বুমরা

Must read

মুম্বই, ৩১ জুলাই : আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বোর্ড। প্রত্যাশিতভাবেই এই সিরিজে দলে ফিরলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah- Ireland)। তিনিই দলকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়।
তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৬ জনের দলকে বেছেছেন নির্বাচকরা। অজিত আগারকর এই কমিটির চেয়ারম্যান। এদিকে পিঠে চোট পাওয়ায় পর প্রায় একবছর মাঠের বাইরে ছিলেন বুমরা (Jasprit Bumrah- Ireland)। তাঁর পিঠে অস্ত্রোপচার হয়েছে। তিনি শেষবার ভারতের জার্সি গায়ে তুলেছিলেন ২০২২-এর সেপ্টেম্বরে।
এই দলে ঋতুরাজকে সহ-অধিনায়ক করে নির্বাচকরা তাঁর উপর আবার আস্থা রাখলেন। ঋতুরাজকে এর আগে এশিয়ান গেমসের দলের অধিনায়ক করা হয়েছে। আপাতত তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। বুমরা ছাড়া অনেকদিন পর ভারতীয় দলে ফিরলেন প্রসিধ কৃষ্ণও। তিনি প্রায় এক বছর পর দলে ফিরলেন। প্রসিধ এই মুহূর্তে কর্ণাটক প্রিমিয়ার লিগে খেলছেন। ডাবলিনের ম্যালহাইড পার্কে প্রথম ম্যাচ ১৮ আগস্ট। বাকি দুটি ম্যাচও হবে সেখানেই।
ভারতীয় দল : জসপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়ার (সহ অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আমেদ, রবি বিষ্ণই, প্রসিধ কৃষ্ণ, অর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান।

আরও পড়ুন- মণিপুরের পাপ ঢাকতে অন্য রাজ্যের তুলনা কেন? সুপ্রিম ভর্ৎসনা কেন্দ্রকে

Latest article