বুমরাদের চোখ আজ হোয়াইটওয়াশে, সুযোগ পেতে পারেন জিতেশ ও আবেশ

তবে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষার পথে হাঁটছে না ভারতীয় শিবির। আগের ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়।

Must read

ডাবলিন, ২২ অগাস্ট : প্রথম দুটো ম্যাচ জেতার সুবাদে সিরিজ ইতিমধ্যেই পকেটে। এই পরিস্থিতিতে বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যালহাইড পার্কে তৃতীয় টি-২০ ম্যাচ নামছে ভারত। নিয়মরক্ষার ম্যাচ হলেও, আইরিশদের হোয়াইটওয়াশ করতে মুখিয়ে রয়েছেন জসপ্রীত বুমরারা।
তবে ভারতীয় দলে গোটা দুয়েক পরিবর্তন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই সিরিজে বুমরার দিকে সবার নজর ছিল। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেই সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন বুমরা। ভারতের অধিনায়ক হিসেবে প্রথমবার টি-২০ সিরিজ জয়ের স্বাদও পেয়েছেন।

আরও পড়ুন-মহানন্দা নদী থেকে বালি পাচার, কী করছে বিএসএফ, বাংলাদেশি মাফিয়াদের দৌরাত্ম্য

ভারতীয় শিবিরের খবর, বুধবারের ম্যাচে বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রথম দলে ঢুকবেন আবেশ খান। ডানহাতি পেসার ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই টি-২০ দলে রয়েছেন। কিন্তু টানা সাতটা ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। সামনেই এশিয়ান গেমস। আর এশিয়াডের দলে রয়েছেন আবেশ। তাই ম্যাচ প্র্যাকটিসের জন্য আবেশকে খেলানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-তৃতীয় রাউন্ডে লক্ষ্য, ছিটকে গেলেন সিন্ধু

এছাড়া আরও একটি পরিবর্তন হতে পারে। সঞ্জু স্যামসনের বদলে খেলতে পারেন জিতেশ শর্মা। সেক্ষেত্রে আইপিএলে নজরকাড়া কিপার-ব্যাটারের বুধবারই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটতে পারে। বাঁহাতি স্পিনার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে খেলানোর কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। তবে লেগস্পিনার রবি বিষ্ণোই প্রথম দু’টি ম্যাচেই দারুণ বোলিং করেছেন। ছন্দে থাকা তরুণ লেগিকে বসানোর কথা ভাবছেন না বুমরারা। বরং ওয়াশিংটন সুন্দরকে বিশ্রাম দিয়ে শাহবাজকে খেলানো হতে পারে। যদিও এই সম্ভাবনা কম বলেই জানাচ্ছেন ভারতীয় দলের এক কোচিং স্টাফ।

আরও পড়ুন-চায়ের আড্ডায় প্রচারে ঝড় তুললেন প্রার্থী নির্মল

দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটলেও, ভারতীয় শিবিরের ফোকাস কিন্তু ক্লিনসুইপে। বুমরা বিশ্রাম নিয়ে প্রসিধ কৃষ্ণ ও অর্শদীপ সিংয়ের উপর দায়িত্ব থাকবে নতুন বল ভাগ করে নেওয়ার। চোটে সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেই ফর্মে প্রসিধ। আর অর্শদীপ তো টি-২০ ফরম্যাটে জাতীয় দলের নিয়মিত সদস্যদের একজন। সঙ্গে থাকবেন আবেশ।

আরও পড়ুন-কথা রাখলেন জয়ী প্রার্থী, হাসপাতালে লাগল পাখা

তবে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষার পথে হাঁটছে না ভারতীয় শিবির। আগের ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। বুমরা বিশ্রাম নিলে বুধবার তিনিই টস করতে যাবেন। এছাড়া রিঙ্কু সিংও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাট করার সুযোগ পেয়েই জাত চিনিয়েছেন। যদিও দুই তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল ও তিলক ভার্মা সিরিজে এখনও নিজেদের নামের প্রতি সুনাম দেখাতে পারেননি। বুধবারের ম্যাচে এই দু’জনের ব্যাট থেকে বড় রান চাইছে দল।

Latest article