৮ থেকে ১০ সেপ্টেম্বর রাজধানীতে বন্ধ থাকছে স্কুল-অফিস, ব্যাঙ্ক

যেহেতু অধিকাংশ অতিথি দিল্লি থেকে আবার নিজেদের দেশে ফিরে যাবেন, তাই এই সময়ে দিল্লিতে ব্যাপক যানজট হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

Must read

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রাজধানীর প্রগতি ময়দান কনভেনশন সেন্টারে (Pragati Maidan convention centre) জি-২০ (G20) লিডার্স সামিট হতে চলেছে। উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।

আরও পড়ুন-নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ চেয়ে হাসপাতালের মেঝেয় রাত কাটালেন কমিশন-কর্ত্রী

জি-২০ লিডার্স সামিট এর সৌজন্যে সেপ্টেম্বরের শুরুতেই তিনদিন একপ্রকার স্তব্ধ হয়ে থাকবে দিল্লি। বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস। শুধু তাই নয়, ব্যাঙ্ক এবং দোকানপাটও বন্ধ থাকবে সম্পূর্ণভাবে। মঙ্গলবার দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, জি-২০ সামিটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ থেকে ১০ সেপ্টেম্বর রাজধানীর বুকের জি-২০ লিডার্স সামিটে বিভিন্ন সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই ওই দিন স্কুল-কলেজ, অফিস, ব্যাঙ্ক ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-ব্রিকস সম্প্রসারণে চিন সক্রিয়, সতর্ক ভারতও

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এই বিষয়ে বলেন, জি-২০ লিডার্স সামিটের কারণে আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সমস্ত সরকারি, বেসরকারি অফিস, পুরসভা ও স্কুল বন্ধ থাকবে। ব্যাঙ্কিং প্রতিষ্ঠান ও সমস্ত দোকানও বন্ধ রাখা হবে। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে এই তিনদিন ছুটি ঘোষণার আর্জি জানিয়েছিলেন।তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন-করবেট উদ্যানে ৬০০০ গাছ ‘সাফ’ বিজেপি সরকারের হাইকোর্টের কড়া ভর্ৎসনা

যেহেতু অধিকাংশ অতিথি দিল্লি থেকে আবার নিজেদের দেশে ফিরে যাবেন, তাই এই সময়ে দিল্লিতে ব্যাপক যানজট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তারা যাতে নিরাপদভাবে হোটেল ও অনুষ্ঠান কেন্দ্র থেকে বিমানবন্দরে পৌঁছতে পারেন, সেই ব্যবস্থা সুনিশ্চিত করতেই দিল্লি পুলিশের তরফে স্কুল-অফিস বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

Latest article