বরখাস্ত মহামেডান কোচ মেহরাজ

কেন হঠাৎ সরানো হল কোচকে? মহামেডান সচিব ইশতিয়াক আহমেদ বলেছেন, আই লিগের কথা মাথায় রেখে বিদেশি কোচ আনছে ইনভেস্টর।

Must read

প্রতিবেদন : গোল পার্থক্যে পিছিয়ে থেকে ডুরান্ড কাপের নক আউট পর্বে জায়গা করে নিতে পারেনি মহামেডান স্পোর্টিং। কলকাতা লিগেও ভাল খেলছে দল। এমন পরিস্থিতিতেও কোচ বদলের অতীত রেকর্ড ধরে রাখলেন মহামেডান কর্তারা।

আরও পড়ুন-৮ থেকে ১০ সেপ্টেম্বর রাজধানীতে বন্ধ থাকছে স্কুল-অফিস, ব্যাঙ্ক

বুধবার টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ রয়েছে মহামেডানের। তার আগে মঙ্গলবার বেশি রাতে হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে সরিয়ে দিল ক্লাব। ফিরিয়ে আনা হচ্ছে গত মরশুমে মহামেডানের দায়িত্বে থাকা রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভকে।
আগামী কয়েকদিনের মধ্যেই তিনি শহরে আসবেন। তার আগে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সহকারী শাহিদ রামন। বুধবার নৈহাটি স্টেডিয়ামে টালিগঞ্জের বিরুদ্ধে ম্যাচে শাহিদই প্রধান কোচের দায়িত্বে থাকবেন। অথচ মঙ্গলবার বিকেলেও দল নিয়ে অনুশীলন করিয়েছেন মেহরাজ।

আরও পড়ুন-বুমরাদের চোখ আজ হোয়াইটওয়াশে, সুযোগ পেতে পারেন জিতেশ ও আবেশ

কেন হঠাৎ সরানো হল কোচকে? মহামেডান সচিব ইশতিয়াক আহমেদ বলেছেন, আই লিগের কথা মাথায় রেখে বিদেশি কোচ আনছে ইনভেস্টর। কিন্তু ইনভেস্টরদের এক প্রতিনিধির দাবি, মেহরাজের কোচিং স্টাইল পছন্দ হচ্ছিল না তাঁদের। এদিকে, বুধবার টালিগঞ্জ ম্যাচে গোলমেশিন ডেভিড লালহানসাঙ্গাকে কার্ড সমস্যার কারণে পাবে না মহামেডান। বাকিদের কাছে চ্যালেঞ্জ ডেভিডের অভাব ঢেকে দলকে জয় এনে দেওয়ার।

Latest article