কাল ফের মাঠে মেসি

মেসির হাত ধরে লিগস কাপ জিতে ক্লাবের ইতিহাসে প্রথমবার কোনও ট্রফি জেতার স্বাদ পেয়েছে মায়ামি। মেসি নিজেও রয়েছেন দুর্দান্ত ফর্মে।

Must read

মায়ামি, ২১ অগাস্ট : ইন্টার মায়ামির জার্সিতে সদ্য প্রথম ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। তবে সেই উৎসবের রেশ পুরোপুরি কাটার আগেই ফের মাঠে নেমে পড়তে হচ্ছে লিওনেল মেসিকে। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোরে ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাটি এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এই ম্যাচটা জিতলে মার্কিন ক্লাবের হয়ে আরও একটা ট্রফি জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

আরও পড়ুন-চায়ের আড্ডায় প্রচারে ঝড় তুললেন প্রার্থী নির্মল

মেসির হাত ধরে লিগস কাপ জিতে ক্লাবের ইতিহাসে প্রথমবার কোনও ট্রফি জেতার স্বাদ পেয়েছে মায়ামি। মেসি নিজেও রয়েছেন দুর্দান্ত ফর্মে। মার্কিন ক্লাবের জার্সিতে ইতিমধ্যেই ১০টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন। বৃহস্পতিবারও তাঁর পা থেকে গোলের আশায় থাকবেন ইন্টার মায়ামি সমর্থকরা। প্রসঙ্গত, মার্কিন ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট হল ইউএস ওপেন কাপ। ১৯১৩-১৪ মরশুমে প্রথমবার এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।

আরও পড়ুন-কথা রাখলেন জয়ী প্রার্থী, হাসপাতালে লাগল পাখা

এদিকে, মেজর লিগ সকারে এখনও মাঠে নামা হয়নি মেসির। সবাই মুখিয়ে আছেন মার্কিন লিগে তাঁর অভিষেকের জন্য। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী রবিবার। সেদিন লিগে নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মায়ামিকে মেসি কতটা টেনে তুলতে পারেন, সেটাই দেখার।

Latest article