বিজেপির অসমে সাংবাদিক খুন

আবদুলকে অপহরণ ও খুনের ঘটনায় এলাকার বালি মাফিয়ারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত অসমে খুন হলেন এক সাংবাদিক। শনিবার গুয়াহাটি থেকে ৬০ কিলোমিটার দূরে ছয়গাঁওয়ের জামবাড়ি গ্রাম থেকে অপহরণ করা হয়েছিল আবদুল রউফ আলমগির (৩০) নামে ওই সাংবাদিককে। সোমবার গ্রামের কাছে কলোহি নদীতে তাঁর মৃতদেহ পাওয়া যায়। নিহত সাংবাদিক আবদুল একটি ডিজিটাল নিউজ মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপি আমলে যেভাবে সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণ নেমে আসছে এবং সংখ্যালঘুদের জীবন বিপন্ন হচ্ছে তার নিন্দায় সরব হয়েছে বুদ্ধিজীবী মহল।

আরও পড়ুন-মোদি জমানায় দলে দলে পাসপোর্ট ত্যাগ

কয়েকদিন আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হওয়ার পর তাঁর মুসলিম পরিচয়কে সামনে এনে কটাক্ষ করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। এবার সাংবাদিক খুনের ঘটনায় বিজেপি শাসিত এই রাজ্যের আইনশৃঙ্খলার চরম দুরবস্থার চিত্র সামনে আসছে। নেটিজেনরাও আবদুল মৃত্যুর ঘটনার কড়া নিন্দা করেছেন। কীভাবে এই তরুণ সাংবাদিকের মৃত্যু হল, সেই রহস্য দ্রুত উদ্ঘাটনের দাবিও উঠেছে।

আরও পড়ুন-মোদিকে প্রশ্ন করায় চরম হেনস্তা কড়া নিন্দায় বাইডেন প্রশাসন

অসমের সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাব অফ অসম আবদুলের নিখোঁজ হওয়া এবং তাঁর রহস্যজনক মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে। টিএনএল নামে একটি নিউজ পোর্টালে কর্মরত ছিলেন আবদুল। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত সাংবাদিকের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আবদুলকে অপহরণ ও খুনের ঘটনায় এলাকার বালি মাফিয়ারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Latest article