মোদি জমানায় দলে দলে পাসপোর্ট ত্যাগ

পাসপোর্ট জমা দেওয়ার তালিকার প্রথম দিকে রয়েছে মোদি-শাহের রাজ্য গুজরাত। এরপর রয়েছে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু এবং দিল্লি

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : বিজেপি সরকারের রিপোর্ট কার্ড। বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্য থেকেই বিগত ১১ বছরে নিজেদের পাসপোর্ট জমা করে দিয়েছেন প্রায় ৭০,০০০ ভারতীয়। পাশাপাশি গত ১০ বছরে ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। পাসপোর্ট জমা দেওয়ার তালিকার প্রথম দিকে রয়েছে মোদি-শাহের রাজ্য গুজরাত। এরপর রয়েছে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু এবং দিল্লি।

আরও পড়ুন-মোদিকে প্রশ্ন করায় চরম হেনস্তা কড়া নিন্দায় বাইডেন প্রশাসন

মোট সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে জমা পড়েছে ৯০ শতাংশ পাসপোর্ট। তথ্য জানার অধিকার আইনে এই চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের মাধ্যমে যাঁরা পাসপোর্ট জমা করেছেন তাঁদের সংখ্যাই উল্লেখ করা হয়েছে। ভারতীয় দূতাবাসগুলিতে জমা পড়া পাসপোর্টের সংখ্যা যুক্ত করলে তা আদতে আরও অনেক বেশি।

আরও পড়ুন-পুরোহিত নিয়োগে বর্ণভেদ নয় : হাইকোর্ট

শুধুমাত্র সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই ৯০ শতাংশ পাসপোর্ট জমা হয়েছে। তার মধ্যে রয়েছে গোয়া, পাঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, দিল্লি এবং চণ্ডীগড়। তথ্য জানার অধিকার আইনে আবেদনের জবাব থেকে জানা গিয়েছে, মোট ৬৯,৩০৩টি পাসপোর্ট জমা হয়েছে। গত ২৪ মার্চ বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন লোকসভায় জানিয়েছিলেন, ১৬ লাখেরও বেশি ভারতীয় তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এজন্য মোদি সরকারের জনবিরোধী নীতিকে দায়ী করছে বিরোধীরা।

Latest article