মেদিনীপুরে কর্মীদের কড়া বার্তা জুন মালিয়ার

ইতিমধ্যেই নানারকম কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : ‘আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না কোনও নেতার বউ, বোন বা দিদিরা। প্রার্থী হয়ে বউ ঘরে রান্না করবে আর নেতা বাইরে ছড়ি ঘোরাবে! এমনটা আর হবে না!’ মেদিনীপুরে তৃণমূল নেতৃত্বকে কড়া বার্তা দিলেন তারকা-বিধায়ক জুন মালিয়া। সামনে পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই নানারকম কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রার্থীবাছাইয়ে অনেক সতর্ক ঘাসফুল শিবির। দলের শীর্ষমহল থেকে স্পষ্ট বার্তা, কোনও দলবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।

আরও পড়ুন-আমেরিকার আগ্রাসন রুখতেই পরমাণু অস্ত্র পরীক্ষা, দাবি কিমের

সম্প্রতি, নদিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী চরম হুঁশিয়ারি দিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের বার্তা দিয়ে বলেছেন, ‘আমাদের যে এমএলএ-রা আছেন। আশা করি, নিজেদের মধ্যে কেউ ঝগড়াঝাঁটি করবেন না। যে ঝগড়াঝাঁটি করবেন, তাঁকে আমি পার্টিতে স্থান দেব না। আমাদের যাঁরা পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরসভায় ও গ্রামে আছেন, তাদের বলছি, কে বড় হনু? আমি না মানুষ? মানুষ না থাকলে আমি বিগ জিরো।’ এদিন দলনেত্রীর সুরে সুরে মিলিয়ে জুন বললেন, ‘অবিলম্বে গ্রুপবাজি বন্ধ করুন! গ্রুপবাজি করলে আর স্থান হবে না তৃণমূলে।’ জুনের কথায়, অবশ্য যদিও কোনও নেতার বউ যদি যোগ্য প্রার্থী হন সেক্ষেত্রে তাঁকে বঞ্চিত করা হবে না।’

Latest article